দক্ষিণ এশিয়া বাস্কেটবল শিরোপা প্রতিযোগিতা বা সাবা চ্যাম্পিয়নশিপ (SABA Championship) হল ফিবা এশিয়ার (আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থা এশিয়া) একটি উপাঞ্চল দক্ষিণ এশিয়া বাস্কেটবল সংস্থা আয়োজিত একটি বাস্কেটবল প্রতিযোগিতা যেখানে ঐ সংস্থাভুক্ত দক্ষিণ এশীয় দেশগুলির জাতীয় দল অংশগ্রহণ করে থাকে। প্রতিযোগিতাটি ফিবা এশিয়ার বিভিন্ন আয়োজন যেমন ফিবা এশিয়া শিরোপা প্রতিযোগিতা, ফিবা এশিয়া চ্যালেঞ্জ (ফিবা এশিয়া কাপ), ইত্যাদিতে খেলার যোগ্যতা নির্ণয়কারী (কোয়ালিফায়ার) আয়োজন হিসেবে কাজ করে।[১][২]
ফলাফলের সংক্ষিপ্তসার
পদক সারণী
আরও দেখুন
তথ্যসূত্র
টেমপ্লেট:SABA Championship