থানহাউসার কোম্পানি (পরবর্তীতে থানহাউসার ফিল্ম কর্পোরেশন হিসেবে পরিচিত) ছিল প্রথম মোশন পিকচার স্টুডিও, যা এডুইন থানহাউসার, তার স্ত্রী গারট্রুড থানহাউসার এবং ভগিনীপতি লয়েড লরেঙ্গেন মিলে ১৯০৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এক হাজার চলচ্চিত্র উৎপাদনের মধ্য দিয়ে এটি ১৯১৮ সাল পর্যন্ত নিউ ইয়র্কে পরিচালিত হয়েছিল।[১]