তোরবাতে জাম শরণার্থী শিবির পূর্ব ইরানে অবস্থিত একটি শরণার্থী শিবির। রিফিউজি ক্যাম্পটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্যাম্পটি ১০০ হেক্টর জমির উপর অবস্থিত। ২০০৮ সালের হিসাবানুযায়ী, ক্যাম্পটিতে প্রায় ৫,০০০ জন আফগান শরণার্থী বাস করেন। ক্যাম্পটিতে অনেকগুলো পাকা দালান, স্কুল, ক্লিনিকসহ একটি মসজিদ আছে।
২০০৮ সালে তৎকালীন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার আন্তোনিও গুতেরেস ক্যাম্পটিকে 'ইরানের সেরা শরণার্থী শিবির' বলে অভিহিত করেন।[১]
তথ্যসূত্র