তুষার রক্ষিত
Tushar Rakshit|
পূর্ণ নাম |
তুষার বান্টু রক্ষিত |
---|
জন্ম |
(1968-02-04) ৪ ফেব্রুয়ারি ১৯৬৮ (বয়স ৫৬) |
---|
জন্ম স্থান |
পশ্চিমবঙ্গ, ভারত |
---|
মাঠে অবস্থান |
মিডফিল্ডার |
---|
|
বছর |
দল |
ম্যাচ |
(গোল) |
---|
|
উয়ারী[১][২] |
|
|
---|
|
ইস্টবেঙ্গল |
|
|
---|
|
|
ভারত |
|
|
---|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
তুষার রক্ষিত একজন প্রাক্তন ভারতীয় পেশাদার ফুটবলার এবং ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন সহকারী কোচ।[৩][৪] তিনি আগস্ট ২০০৯-এ এই পদে নিযুক্ত হন। তুষার একজন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক[৫] এবং একজন খেলোয়াড় হিসেবে ইস্টবেঙ্গল এফসির প্রতিনিধিত্ব করেছেন একটানা ১৪টি মৌসুমে। তিনি পূর্ব রেলের সাথেও হাজির হন।[৬] টালিগঞ্জের রুসা ইউনাইটেড ক্লাবে তার আগের ক্যারিয়ার কাটিয়েছেন।[৭]
সাফল্য
ভারত
ইস্টবেঙ্গল
তথ্যসূত্র