তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়ক



তথ্য
নীতিবাক্যপড়, তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৬৯
প্রতিষ্ঠাতা[]
বিদ্যালয় কোড১৫৭৬
অধ্যক্ষপরিমল চন্দ্র সরকার []
কর্মকর্তা
শিক্ষকমণ্ডলী১৪ []
শ্রেণি৬-১০
বয়সসীমা১১-১৮
শিক্ষার্থী সংখ্যা৮০০ এর বেশি[]
ভাষাবাংলা
ক্যাম্পাসতালতলী, বরগুনা
ক্যাম্পাসের ধরনশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
শিক্ষা বোর্ডবরিশাল শিক্ষা বোর্ড

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল বরগুনা জেলার তালতলী উপজেলায় অবস্থিত[] একটি মাধ্যমিক বিদ্যালয়।

ইতিহাস

বিদ্যালয়টি ১৯৬৯ সালে কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।[] ১৯৯৩ সালে এটি এসএসসি পরীক্ষার সেন্টার হল হিসেবে প্রতিষ্ঠিত হয়।

অবকাঠামো

বিদ্যালয়টি ৪টি পৃথক ভবনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকে।[]

শিক্ষা কার্যক্রম

বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত হয়।

সহশিক্ষা কার্যক্রম

একেডেমিক শিক্ষার পাশাপাশি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। তাদের রয়েছে নিজস্ব স্কাউট দল, ফুটবল দল, ক্রিকেট দল, ব্যাডমিন্টন দল ও ভলিবল দল।[] বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে জেলা-উপজেলা পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। তাছাড়া, বিভিন্ন জাতীয় দিবস তারা স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে।

ফলাফল

[]

শিক্ষকমন্ডলী

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার সহ বিদ্যালয়টিতে মোট ১৪ জন শিক্ষক রয়েছেন।

তথ্যসূত্র

  1. "বিদ্যালয়ের ইতিহাস"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  2. "শিক্ষক বিবরণী"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  3. মাধ্যমিক-ও-নিম্ন-মাধ্যমিক-বিদ্যালয় "তালতলী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এক নজরে বিদ্যালয়ের তথ্য"বরিশাল শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  5. "বিদ্যালয়ের ফলাফল" 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!