তামিলনাড়ু কমিউনিস্ট পার্টি ছিল ভারতের তামিলনাড়ুর একটি রাজনৈতিক দল। দলটি ভারতের ভিন্নমতাবলম্বী কমিউনিস্ট পার্টির নেতা মানালি সি. কান্দাসামি দ্বারা ১০ জুলাই ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] সিপিআই এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে জোটের বিরোধিতার কারণে এই বিভক্তিটি উস্কে দেওয়া হয়েছিল, বিশেষত কংগ্রেস পার্টিকে তামিলনাড়ুর দ্রাবিড় মুনেত্র কাজগম সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হিসাবে দেখা হয়েছিল।[৩] দলটি তামিলনাড়ু বিধানসভায় দুটি আসন দখল করেছিল; এরা ছিলেন মানালি সি. কান্দাসামি এবং এ কে সুব্বিয়া।[৩][৪][৫] দলটি ডিএমকে-র সঙ্গে জোটবদ্ধ ছিল।[৬][৭]
মানালি সি. কান্দাসামির মৃত্যুর পর দলটি বিলুপ্ত হয়ে যায়।[১]
তথ্যসূত্র