তানেতি বনিতা

তানেতি বনিতা হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং কোভুরু পশ্চিম গোদাবরী আসন থেকে অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিধায়ক। তিনি প্রাক্তন বিধায়ক জন্নাকুতি বাবাজি রাওয়ের মেয়ে। তিনি এখন মহিলা ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কোভুরু থেকে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে প্রায় ২৫,০০০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৯ সালে গোপালপুরম থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ.পি বিভাজন নিয়ে টিডিপি'র অবস্থানের কারণে তিনি টিডিপি দল থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি ওয়াইএসআরসিপি পার্টিতে যোগদান করেছিলেন এবং কোভুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জীবনের প্রথমার্ধ

তিনি তেলুগু দেশম পার্টির প্রাক্তন বিধায়ক বাবাজি রাওয়ের মেয়ে। তিনি গোপালপুরমের ব্যক্তি।

ক্যারিয়ার

২০০৯ সালের নির্বাচনে টিডিপির টিকিটে তিনি জিতেছিলেন তবে ২০১২ সালের নভেম্বরে ওয়াইএসআর কংগ্রেস দল থেকে বঞ্চিত হয়েছিলেন। [][]

তথ্যসূত্র

  1. HyderabadOctober 30, Amarnath K. Menon; November 1, 2012UPDATED। "More MLAs from the Congress and the TDP are shifting to the fledgling party"India Today 
  2. "Telugu Desam Party suspends yet another MLA"। ৩১ অক্টোবর ২০১২ – www.thehindu.com-এর মাধ্যমে। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!