ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
ধরনসরকারী
শিল্পবিদ্যুৎ বিতরণ
প্রতিষ্ঠাকালঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ (১৪ মে ২০০৭ (2007-05-14))
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা (আংশিক).
প্রধান ব্যক্তি
মোঃ এহসানুল হক (সভাপতি)
কর্মীসংখ্যা
৫২২২ (২০১৪)
মাতৃ-প্রতিষ্ঠানবাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়[]
ওয়েবসাইটwww.dpdc.gov.bd

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) হল বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি। এটি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন এবং এটি প্রধানত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়নগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ পরিসেবা প্রদান করে। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।[][]

ইতিহাস

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২৫ অক্টোবর ২০০৫ সালে ১৯৯৪ সালে'র কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়। ২০০৭ সাল থেকে ডিপিডিসি তার গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। ২০০৮ সালে ডিপিডিসি ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ-ডেসার সকল সম্পদ ও দায় নিয়ে নতুনভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এর সকল শেয়ারের মালিক সরকার।

রূপকল্প ও অভিলক্ষ্য

রূপকল্প :

  • তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে ডাটা-কেন্দ্রিক অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক বিদ্যুৎ সরবরাহ করে গ্রাহকগণের সন্তুষ্টি অর্জন ও দেশের সেরা বিদ্যুৎ সংস্থা হওয়া।

অভিলক্ষ :

  • নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের জন্য ডিপিডিসি’র সর্বস্তরের পরিচালনা পদ্ধতি ডাটা-কেন্দ্রিক বিগ ডাটা মানসিকতায় পরিবর্তন করা।
  • উপকেন্দ্র ও বিতরণ লাইনের প্রতিটি ডিভাইস এবং মিটারিং এর সর্বক্ষেত্রে টু-ওয়ে কমিউনিকেশনসহ ডাটা-কেন্দ্রিক অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য রি-ট্রেইনিং ও ফ্রেস রিক্রুইটমেন্ট করা।
  • দেশের ও কোম্পানির প্রচলিত আইন ও বিধি প্রতিপালন এবং নির্দেশনা যথাযথ অনুসরণের মাধ্যমে সকল স্টেইকহোল্ডারের কাছে ডিপিডিসি-কে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা।[]

তথ্যসূত্র

  1. "Power Division"Bangladesh Ministry 
  2. "Dhaka power lines to go underground soon | Dhaka Tribune"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৮ 
  3. Manik, Julfikar Ali; Najar, Nida (২০১৪-১১-০১)। "Electricity Returns to Bangladesh After Power Failure"The New York Timesআইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৮ 
  4. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

বহিঃসংযোগ

দাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!