| এই নিবন্ধটিতে স্বপ্রকাশিত উৎসের অনুপযুক্ত তথ্যসূত্র থাকতে পারে। যেখানে তথ্যসূত্রসমূহ অনুপযুক্তভাবে ব্যবহৃত হয়েছে সেখানের অনির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্রসমূহ মুছে ফেলার মাধ্যমে দয়া করে এটিকে উন্নত করতে সাহায্য করুন। (ফেব্রুয়ারি ২০২০) |
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠান।[২] প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ (২) অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার, ঢাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।[৩] এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য।[৪]
ইতিহাস
বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।[৫]
ক্যাম্পাস
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে সকল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য পৃথক হোস্টেল, শিক্ষকদের স্টুডিও অ্যাপার্টমেন্ট (আবাসন), গলফ কোর্স, নিজস্ব ট্রান্সপোর্ট টার্মিনাল, বাস্কেটবল কোর্ট, গ্রীন গার্ডেন, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, জিমনেসিয়াম, উদ্যান, সুপারশপ, সুইমিং পুল, মসজিদ ও অডিটোরিয়াম।
অনুষদ ও বিভাগ
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫টি অনুষদের অধীনে ২৪টি বিভাগ রয়েছে।[৬]
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ
- সফটওয়্যার প্রকৌশল বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- মাল্টিমিডিয়া ও সৃজনশীল প্রযুক্তি বিভাগ
- তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিভাগ
- কম্পিউটিং ও তথ্য ব্যবস্থা বিভাগ
- সাধারণ শিক্ষা উন্নয়ন বিভাগ
- পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ
- শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ
প্রকৌশল অনুষদ
- তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
- তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ
- টেক্সটাইল প্রকৌশল বিভাগ
- স্থাপত্য বিভাগ
- পুরকৌশল বিভাগ
ব্যবসা ও উদ্যোক্তা অনুষদ
- ব্যবসায় প্রশাসন বিভাগ
- রিয়েল এস্টেট বিভাগ
- পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ
- উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ
- ফার্মেসি বিভাগ
- পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগ
- জনস্বাস্থ্য বিভাগ
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- ইংরেজি বিভাগ
- আইন বিভাগ
- সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ
- উন্নয়ন অধ্যয়ন বিভাগ
- তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
সংগঠনসমূহ
শিক্ষার্থীদের নানাবিধ প্রতিভা বিকাশ এবং চর্চার জন্যে রয়েছে একাধিক সংগঠন।
- ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইক্লিস্টস
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিকেশন ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ককশিট ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস এন্ড এডুকেশন ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার এন্ড প্রোগ্রামিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিয়েটিভ পার্ক ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টারি সার্ভিস ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ লিটারেরি ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব
- ড্যাফোডিল মুট কোর্ট সোসাইটি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাচার স্টাডি ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়েল এস্টেট এসোসিয়েশন
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এন্ট্রেপ্রেনারশিপ ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মাসিয়া ক্লাব
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হেলথ ক্লাব
- স্যোশাল বিজনেস স্টুডেন্ট ফোরাম
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএনসিসি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব
অন্যান্য প্রতিষ্ঠানসমূহ
- সাইবার সিকিঊরিটি সেন্টার (সিএসসি)
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)
- হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
স্থান ও স্থাপনার তালিকা
নাম
|
কার্যক্রম
|
অবস্থান
|
ছবি
|
একাডেমিক বিল্ডিং-১ (এবি-১)
|
প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
|
এবি-২ (সিভিল বিল্ডিং) ও বনমায়ার মাঝে
|
|
একাডেমিক বিল্ডিং-২ (সিভিল বিল্ডিং)
|
প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
|
এবি-৩ ও এবি-১ এর মাঝে
|
|
একাডেমিক বিল্ডিং-৩ (এবি-৩)
|
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গার্লস হোস্টেলের
অতিরিক্ত ভবন হিসেবে ব্যবহৃত হয়
|
এবি-২ (সিভিল বিল্ডিং) এর দক্ষিণ পাশে
|
|
একাডেমিক বিল্ডিং-৪ (এবি-৪)
|
প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
|
এবি-১ এর ঠিক পশ্চিমে
|
|
ইন্জিনিয়ারিং কমপ্লেক্স
|
প্রাতিষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
|
|
|
গ্রিন গার্ডেন
|
চা, সিঙ্গারা, সমুচা ও এ জাতীয় খাদ্য মূল্য বিনিময়ে খেতে হয়
|
এবি-৩'র পশ্চিমে
|
|
এডমিশন অফিস
|
ভর্তি তথ্য প্রদান ও ভর্তি কর্মকাণ্ড পরিচালিত হয়
|
ক্যাম্পাসের মূল ফটকে
|
|
স্বাধীনতা সম্মেলন কেন্দ্র
|
নানাবিধ অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়
|
বনমায়ার পশ্চিমে ক্যাম্পাসের ঠিক মাঝামাঝি দক্ষিণে
|
|
বনমায়া
|
ছাত্র ও শিক্ষক কেন্দ্র
|
এবি-১ এর উত্তর পাশে
|
|
পাইথন স্ট্রিট
|
এবি-২ থেকে এবি-৩ তে যাবার বৃক্ষ সমৃদ্ধ পথ
|
এবি-২ থেকে এবি-৩ তে যাবার পথে
|
|
কাঁঠালতলা
|
শিক্ষার্থী জমায়েতের কাজে ব্যবহৃত
|
এবি-৪ এর পাশে
|
|
শহিদ মিনার
|
ওমর একুশের শহিদগণের প্রতি শ্রদ্ধা নিরূপণ করা হয়
|
এডমিশন অফিসের পাশে ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম কোণে
|
|
ক্যাফেটেরিয়া
|
চা, সিঙ্গারা, সমুচা ও এ জাতীয় খাদ্য মূল্য বিনিময়ে খেতে হয়
|
ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব কোণে
|
|
শাওলিনের খোপ
|
শিক্ষার্থী জমায়েতের কাজে ব্যবহৃত
|
এবি-১ এ একাউন্টস অফিসের দক্ষিণ পাশে
|
|
সমাবর্তন
সমাবর্তন সমূহের নাম, তারিখ ও সাল এবং স্থানঃ
সমাবর্তনের ক্রমিক নং
|
তারিখ ও সাল
|
স্থান
|
১ম
|
২৪ মে, ২০০৬
|
|
২য়
|
২৬ মে, ২০০৮
|
|
৩য়
|
২৬ ফেব্রুয়ারি, ২০১২
|
|
৪র্থ
|
০৬ মার্চ, ২০১৪
|
|
৫ম
|
১৩ ডিসেম্বর, ২০১৬
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
৬ষ্ঠ
|
২২ ফেব্রুয়ারি, ২০১৭
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
৭ম
|
১০ জানুয়ারি, ২০১৮
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
৮ম
|
১৩ মার্চ, ২০১৯
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
৯ম
|
০৯ জানুয়ারি, ২০২২
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
১০ম
|
০৯ ফেব্রুয়ারি, ২০২৩
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
১১
|
১০ মার্চ, ২০২৪
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
আবাসিক হলসমূহ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ড্যাফোডিল স্মার্ট সিটি আশুলিয়ায় ৫টি ভবন নিয়ে পরিচালনা করা হয়। আবাসিক হলসমূহঃ
আবাসিক হল তালিকা
নাম
|
ধরন
|
শিক্ষার্থী ধারণক্ষমতা
|
ভবন সংখ্যা
|
অবস্থান
|
ইউনুস খান স্কলার গার্ডেন-১ (ব্লক-এ)
|
ছাত্রাবাস
|
৮১০
|
১ টি
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
ইউনুস খান স্কলার গার্ডেন-১ (ব্লক-বি)
|
ছাত্রাবাস
|
৭৯০
|
১টি
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
ইউনুস খান স্কলার গার্ডেন-২ (ব্লক-এ)
|
ছাত্রাবাস
|
১০২৬
|
১টি
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
ইউনুস খান স্কলার গার্ডেন-২ (ব্লক-বি)
|
ছাত্রাবাস
|
১১২০
|
১টি
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
রওশন আরা স্কলার গার্ডেন
|
ছাত্রীনিবাস
|
৭৯২
|
১টি
|
ড্যাফোডিল স্মার্ট সিটি
|
ভর্তি কার্যক্রম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বছরে দুইটি (স্প্রিং এবং ফল) সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর দূরে অবস্থানরত ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে অনলাইন ভর্তির ব্যবস্থা করে। তাছাড়া সরাসরি ক্যাম্পাসে এসেও ভর্তি হওয়া যায়।
গ্রন্থাগার
রাজধানী ঢাকার অদুরে ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, সাভার, ঢাকা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিং - ৪ এর চতুর্থ তলার পুরোটা জুড়ে লাইব্রেরি। এখানে একসাথে ৭৫০ জন ব্যবহারকারী এই লাইব্রেরি ব্যবহার করতে পারেন । সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই-লাইব্রেরি সার্ভিস । যার মাধ্যমে বিশ্বের যেকোন জাইগা থেকে রিমোট এক্সেস এর মাধ্যমে লাইব্রেরি ব্যবহারকারীগণ প্রয়োজনীয় রিসোর্সটি ডাউনলোড করতে পারেন ।
উন্নত লাইব্রেরি সার্ভিস প্রদানের জন্য Openathens, Vu-find, KOHA, DSpace ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়। শিক্ষার্থী এবং গবেষকদের গবেষণা রিপোর্ট কতভাগ প্রকৃত তা যাচাই করার জন্য ব্যবহার করা হয় Turnitin সফটওয়্যার।।
এই লাইব্রেরিতে ৩৬,৫২০ বই, ৮৫০০ জার্নাল, ২১৫৬ বার্ষিক প্রতিবেদন, ৫২১৩ ম্যাগাজিন, ১৮৩০০০ ই-বুক, ১৮০০০ প্রোজেক্ট রিপোর্ট,থিসিস এন্ড ডিজার্টেশন, ৩৬৫০ এ ভি এম, ৩,৫০০০ ই-জার্নাল এবং ২২৬০০০ জার্নাল আর্টিকেল রয়েছে।এছাড়া রয়েছে ভয়েস লাইব্রেরি, ই রিসোর্স সার্ভিস সেন্টার, লাইব্রেরি ক্যাফে, সিনেপ্লেক্স, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। পুরো লাইব্রেরিতে রয়েছে ফ্রি WiFi ব্রাউজিংয়ের ব্যবস্থা যাতে করে ছাত্র ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরি ও অন্যান্য বিষয় সম্পর্কে তথ্যাবলী সংগ্রহ করতে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে।[৭]
ল্যাব সুবিধা
শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দানের জন্য এখানে রয়েছে -
- কম্পিউটার ল্যাব
- ইলেকট্রিক ল্যাব
- ডাটা সাইন্স ল্যাব
- রোবোটিক্স ল্যাব
- মাল্টিমিডিয়া ল্যাব
- আমার ফুড ল্যাব
- ফুড প্রসেসসিং ল্যাব
- অ্যানিমেশন ল্যাব
- ক্যামেস্টি ল্যাব
- ফিজিক্স ল্যাব
- মার্কেটিং ল্যাব
- ইএসডিএম ল্যাব
- প্রফেশনাল ডেভেলপমেন্ট ল্যাব
- আইওটি এবং রোবটিক্স ল্যাব
- ড্যাফোডিল ইনোভেশন ল্যাব
- ফ্রন্ট অফিস ল্যাব
- হাউসকিপিং ল্যাব
- ফুড এন্ড বেভারেজ সার্ভিস ল্যাব
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব
- মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং ল্যাব
- টেলিকমিউনিকেশন ল্যাব
- ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব
- অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ল্যাব
- ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব ( কাটিং)
- ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব ( Weaving)
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- টেক্সটাইল টেস্টিং এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাব
- ওয়েট প্রসেসিং ল্যাব
- সুতা উৎপাদন ল্যাব
- সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব
- ব্যবহারিক জরিপ ল্যাব
- ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব
- মেকানিক্স সলিড ল্যাব
- এনভিরণমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব
- ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব
- ফুড বিশ্লেষণাগার ল্যাব
- ফুড প্রসেসিং ল্যাব
- ফুড মাইক্রোবায়োলজি ল্যাব
- আমার ফুড ল্যাব
- ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং কসমেটোলজি ল্যাব
- ইনোরগানিক এন্ড ফিজিক্যাল ফার্মেসি ল্যাব
- ফার্মাসিউটিকাল মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব
- অর্গানিক ফার্মেসি এবং মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাব
- ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস ল্যাব
- ফার্মাকগনোসি এবং ফাইটোকেমিস্ট্রি ল্যাব
- ফিজিওলজি এবং ফার্মাকোলজি ল্যাব
অন্যান্য কার্যক্রম
২০১২ ও ২০১৮ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এসিএম আইসিপিসি ঢাকা সাইটের আয়োজক হয়।[৮]
প্রাপ্তি
- ইন্টারন্যাশনাল আসোসিয়েসন অফ ইউনিভার্সিটি এর সদস্য পদ লাভ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ