ডোনাল্ড কিথ ব্যান্ডলার (এপ্রিল ১৯৪৭ ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া-ফেব্রুয়ারি ২৪, ২০১৭) ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাইপ্রাসে বিশেষ এবং পূর্ণক্ষমতাসম্পন্ন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।[১]
ব্যান্ডলার ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দ্য কী স্কুলে পড়ানোর (তিনি জুনিয়র এবং সিনিয়রদের ইতিহাস পড়াতেন) আগে হ্যারিটন হাই স্কুল এবং কেনিয়ন কলেজ (১৯৬৯-এর শ্রেণী) পড়াশোনা করেন। সেন্ট জনস কলেজ (আনাপোলিস/সান্তা ফে) থেকে ক্লাসিকসে এমএ এবং ১৯৭১ সালে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল থেকে জেডি অর্জন করেন।[২]
তথ্যসূত্র
আরও দেখুন