বামিডেলে জার্মেইন আলী (জন্ম: বামিডেলে জার্মেইন আলী), ডেমে আলী ( DEL-ee AL-ee নামে অধিক পরিচিত;[৫]), হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
আলী ইংল্যান্ডের মিল্টন কিনসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি মাত্র ১১ বছর বয়সে স্থানীয় ক্লাব মিল্টন কিনসের যুব পর্যায়ে যোগদান করেন এবং এর ৫ বছর পর ২০১২–১৩ মৌসুমে, ক্লাবটির জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে খেলেন। এর পরবর্তী আড়াই বছরে তিনি ক্লাবটির হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন এবং ২৪টি গোল করেছেন। তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে, টটেনহ্যাম হটস্পারের সাথে ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। অতঃপর তিনি সেই মৌসুমের জন্য মিল্টন কিনসে ধারে খেলেন। ওয়াইট হার্ট লেনে তার প্রথম পূর্ণ মৌসুমে, তিনি পিএফএ বছরের সেরা যুব খেলোয়াড়-এর পুরস্কার জয়লাভ করেন। তিনি এর পরবর্তী আবার এই পুরস্কারটি জয়লাভ করতে সক্ষম হন।
আলী ইংল্যান্ডের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৫ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৬ উয়েফা ইউরোয় ইংল্যান্ড দলের একজন সদস্য ছিলেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ২৩ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৬]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দল |
সাল |
উপস্থিতি |
গোল
|
ইংল্যান্ড
|
২০১৫ |
৪ |
১
|
২০১৬ |
১১ |
১
|
২০১৭ |
৭ |
০
|
২০১৮ |
১ |
০
|
মোট |
২৩ |
২
|
সম্মাননা
মিল্টন কিনস ডন্স
ব্যক্তিগত
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
ডেলে আলী সংক্রান্ত মিডিয়া রয়েছে।