ডেম্পো স্পোর্টস ক্লাব গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত গোয়া পেশাদারি লিগ-এর পাঞ্জিম, গোয়ার একটি দল। পূর্বের সর্বভারতীয় এই দলটি আই-লিগের বিজয়ী দল ছিল। ডেম্পো এসসি প্রথম ভারতীয় ফুটবল ক্লাব , যেটি ২০০৮ সালে এএফসি কাপ টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছেছিল।
ইতিহাস
২০১৪-১৫ মৌসুমে আই লিগ থেকে অবনমিত হিসেবে চিহ্নিত হয়। ২০১৫-১৬ আই লিগ দ্বিতীয় ডিভিশন থেকে বিজয়ী হিসেবে ২০১৬-১৭ আই লিগ-এ ফিরে এলেও সালগাঁওকার ও স্পোর্টিং ক্লাব দে গোয়ার সাথে মিলিত ভাবে আই লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয়।
খেলোয়াড়
প্রথম দলের স্কোয়াড
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
অবসরপ্রাপ্ত সংখ্যা
সম্মান
আন্তর্জাতিক
২০০৮ এএফসি কাপ
নাইজেরিয়ান পেশাদার ফুটবলার রান্টি মার্টিন্স, চিদি এদেহ এবং ব্রাজিলীয় বেটো-এর দুরন্ত পারফরম্যান্সে এই ক্লাবটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়।
দলটির প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ডেম্পোর প্রাক্তনী ভারতীয় আরমান্দো কোলাকো।
গ্রুপ পর্বে বাহরাইন পেশাদার ফুটবল ক্লাব আল-মুহাররাক এসসি-কে বাহরাইনের মাঠে ২-১ গোলে হারায়, যারা পরবর্তীতে টুর্নামেন্ট বিজয়ী হয়। এছাড়া সিঙ্গাপুরের লায়ন সিটি সেলার্স এফসি এবং লেবাননের আল আনসার এফসি কে পরাজিত করে।
তথ্যসূত্র
- ↑ ""The Last Goal – Remembering Cristiano Junior" at Feverpitch, 5 December 2012"। ১০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।