ডেভিড উইলিয়াম ডুকভ্নি (ইংরেজি: David William Duchovny; জন্ম: ৭ আগস্ট ১৯৬০) একজন মার্কিন অভিনেতা। তিনি দি এক্স-ফাইল্স-এ এফবিআই স্পেশাল এজেন্ট ফক্স মাল্ডার চরিত্রে, এবং ক্যালিফোর্নিকেশন-এ হ্যাংক মুডি চরিত্র অভিনয় করে দুইবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন।[১]
প্রাথমিক জীবন
ডুকভ্নির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরে। তার মা মার্গারেট ছিলেন একজন স্কুল প্রশাসক ও শিক্ষক, এবং বাবা অ্যামরাম ডুকভ্নি (১৯৯৭-২০০৩)[২] মার্কিন ইহুদী কমিটির হয়ে প্রচারকের কাজ করতেন।[৩][৪][৫] ডেভিড ডুকভ্নির দাদা-দাদী ছিলেন যথাক্রমে বেলারুশের মিনস্ক, এবং পোল্যান্ডের ওয়ারশ থেকে আসা ইহুদি। ডুকভ্নির মা স্কটল্যান্ড থেকে আমেরিকায় অভিবাসী হন।[৬][৭]
পড়াশোনা
ডুকভ্নি তার স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন ইংরেজি সাহিত্যে, আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে, এবং এর পর পরই তিনি তার পোস্ট ডক্টোরাল থিসিস পিএইচডি শুরু করেন, যা এখনো সম্পূর্ণ হয় নি।[৪] তার গবেষণার বিষয় হচ্ছে Magic and Technology in Contemporary Poetry and Prose বা তুলনামূলক কাব্য ও গদ্য সাহিত্যে যাদু ও প্রযুক্তি।
তথ্যসূত্র
বহিঃসংযোগ