ডীন বেল
|
পূর্ণ নাম | ডীন উইলিয়াম বেল |
---|
জন্ম | (1992-05-03) ৩ মে ১৯৯২ (বয়স ৩২) ব্ল্যাকপুল, ল্যাঙ্কাশায়ার , ইংল্যান্ড |
---|
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
---|
ভূমিকা | উইকেট-রক্ষক |
---|
|
বছর | দল |
২০১১–২০১৩ | ক্যামব্রিজ MCCU |
---|
|
---|
|
|
|
---|
|
ডিন উইলিয়াম বেল (জন্ম ৩ মে ১৯৯২) হলেন একজন ইংলিশ ক্রিকেটার । তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার। তিনি ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং সেডবার্গ স্কুলে পড়াশোনা করেছিলেন।
বেল ২০১১ সালে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। সেই মৌসুমে তিনি মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে আরও দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। [১]
তিনি এখন এটি হরভিচ আরএমআই সিসির নেতৃত্ব দিচ্ছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ