ডীন বেল (ক্রিকেটার)

ডীন বেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডীন উইলিয়াম বেল
জন্ম (1992-05-03) ৩ মে ১৯৯২ (বয়স ৩২)
ব্ল্যাকপুল, ল্যাঙ্কাশায়ার , ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১–২০১৩ক্যামব্রিজ MCCU
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণীর ক্রিকেট
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১৩৪
ব্যাটিং গড় ১৪.৮৮
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান ৪৭
ক্যাচ/স্ট্যাম্পিং ১৩/৭
উৎস: Cricinfo, ৮ অক্টোবর ২০১৩

ডিন উইলিয়াম বেল (জন্ম ৩ মে ১৯৯২) হলেন একজন ইংলিশ ক্রিকেটার । তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট কিপার। তিনি ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং সেডবার্গ স্কুলে পড়াশোনা করেছিলেন।

বেল ২০১১ সালে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। সেই মৌসুমে তিনি মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে আরও দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। []

তিনি এখন এটি হরভিচ আরএমআই সিসির নেতৃত্ব দিচ্ছেন।

তথ্যসূত্র

  1. "First-Class Matches played by Dean Bell"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১ 

 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!