ডান্স ইন্ডিয়া ডান্স (অধিকাংশ সময় ডিআইডি বলা হয়; ট্যাগলাইন:ডান্স কা আসলি আইডি ডি.আই.ডি.) একটি নৃত্য প্রতিযোগিতামূলক ভারতীয়রিয়েলিটি টেলিভিশন ফ্র্যাঞ্চাইজ যার সকল ধারাবাহিক জি টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে।
ডান্স ইন্ডিয়া ডান্স হল ডিআইডি এর প্রধান ধারাবাহিক যা ৩০ জানুয়ারী ২০০৯ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে। এ পর্যন্ত এতে ৬ টি মৌসুম আয়োজিত হয়েছে।
ডিআইডি লি'ল মাস্টারস
ডিআইডি লি'ল মাস্টারস হল শিশুদের নৃত্য প্রতিযোগিতামূলক ধারাবাহিক। এ পর্যন্ত এর ৫ টি মৌসুম আয়োজিত হয়েছে।
ডিআইডি ডাবলস
ডিআইডি ডাবলস হল ডিআইডি আয়োজিত দ্বৈত নৃত্য প্রতিযোগিতা।
ডিআইডি সুপার মমস
ডিআইডি সুপার মমস হল মা'দের নিয়ে আয়োজিত নৃত্য প্রতিযোগিতামূলক ধারাবাহিক। এ পর্যন্ত এর ২ টি মৌসুম আয়োজিত হয়েছে এবং ৩ম মৌসুম
বর্তমানে সম্প্রচারিত হচ্ছে।
বিশেষ ধারাবাহিক
ডিআইডি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করার পাশাপাশি কিছু বিশেষ ধারাবাহিকও আয়োজন করেছে। সেগুলো হল,