ডন নিউজ

ডন নিউজ
উদ্বোধন২৫ মে ২০০৭ (পরীক্ষামূলক সম্প্রচার )
২৩ জুলাই ২০০৭ (সম্প্রচার)
নেটওয়ার্কডন
মালিকানাডন মিডিয়া গ্রুপ
চিত্রের বিন্যাস৪:৩ (৫৭৬i, এসডিটিভি )
দেশপাকিস্তান
ভাষাইংরেজি
উর্দু
প্রচারের স্থানপাকিস্তান
প্রধান কার্যালয়করাচি, সিন্ধু, পাকিস্তান
ওয়েবসাইটDawn
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
SES-8DVB-S2 QPSK 11990H 43000 5/6 (Encrypted in Conax)
Paksat-1R4085V 2960 3/4
Astra 2G11112H 22000 5/6
আইপিটিভি
PTCL Smart TV (পাকিস্তান)005
স্ট্রিমিং মিডিয়া
Dawn News LiveWatch Live

ডন নিউজ পাকিস্তানের ২৪ ঘণ্টার উর্দু ভাষার সংবাদ চ্যানেল। করাচি ভিত্তিক, স্টেশন পাকিস্তান হেরাল্ড প্রকাশনা লিমিটেড (পিএইচপিএল) এর একটি সহায়ক সংস্থা। যা পাকিস্তানের বৃহত্তম ইংরেজি ভাষার মিডিয়া গ্রুপ হিসেবে পরিচিত। [][]

২৫ মে ২০০৭ তারিখে চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। ২৩ জুলাই ২০০৭ তারিখে পূর্ণরুপে সম্প্রচার শুরু হয়। প্রতিদিন চার ঘণ্টা সফল পরীক্ষার পর একটি উর্দু সংবাদ চ্যানেলে রূপান্তরিত হয়। প্রথমদিকে চ্যানেলটি আর্থিক সংকট ও কর্ম দর্শকের কারণে ২৪ ঘণ্টা সম্প্রচার হয়নি। পরে মূলত ১৫ মে ২০১০ তারিখে ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে। []

এক্সপ্রেস ২৪/৭ পাকিস্তানের একমাত্র ইংরেজি নিউজ চ্যানেলের স্থলে অল্প সময়ের জন্য এটি প্রতিস্থাপিত হয়। এর আগে এক্সপ্রেস মিডিয়া গ্রুপ আর্থিক সংকটের কারণে তাদের চ্যানেলটি বন্ধ করে দেয়। []

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ ডন নিউজের পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধন করেন। [] চ্যানেলটি প্রাথমিকভাবে এইচএইচপিএল-এর প্রধান কার্যালয় হারুন হাউসে অবস্থিত ছিল, তবে পরবর্তীকালে করাচিতে ওয়েস্ট হোয়ারফের বর্তমান সদর দফতরে চলে যায়।

চ্যানেলটি দেশের বাইরে থেকে দেখার জন্য ওয়েবসাইটে ও অনলাইন সম্প্রচার চালু রেখেছে।

প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৪০-এর দশকে পাকিস্তান প্রতিষ্ঠাতা, কায়দায়-আজম মুহম্মদ আলী জিন্নাহ ডন পত্রিকার সূচনা করেন - এটি পাকিস্তানের প্রাচীনতম ইংরেজি ভাষার সংবাদপত্র।

ডন নিউজ পাকিস্তান থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদ এবং বর্তমানে চ্যানেল হিসাবে চালু রয়েছে এবং "তার দর্শকদের দায়ীত্বশীলতা, বিশ্বাসযোগ্য এবং সুস্থ ধারার সংবাদ প্রদানে অঙ্গীকারবদ্ধ। করাচি, লাহোর ও ইসলামাবাদে স্টুডিও সুবিধা নিয়ে করাচী, লাহোর, ইসলামাবাদ, কোয়েটা এবং পেশোয়ারে চ্যানেলটি সম্প্রচার রয়েছে। ডিজিটাল উপগ্রহ সংবাদ সংগ্রহ (ডিএসএনজি) ক্ষমতা এবং ব্রডব্যান্ড গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক (বিজিএএনএস) সহ অত্যাধুনিক প্রযুক্তির সজ্জিত, চ্যানেলে উপগ্রহের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি ট্রান্সমিশন সরবরাহ করার ক্ষমতা রয়েছে।

কর্মসূচি

  • উপদ্রব
  • আওয়াম কি বাত
  • নিউজ আই
  • ৯ কি ১১
  • ফয়সাল আওয়াম ক
  • ভাইস বাডাল কে
  • কুম ক সেন্স
  • হুশিয়ার
  • খাবরেইন
  • মানো না না মানো
  • হে হাই জিন্দগী!
  • জাইযা
  • দুসরা রুখ
  • বাকখবর ৫
  • চা টোস্ট অর হোস্ট
  • খবর বুদ্ধিমান
  • রায় কর

প্রতিযোগী চ্যানেল

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Dawn News (TV Channel) on tv.com.pk website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০২০ তারিখে Retrieved 4 June 2018
  2. Parvez Jabri (২২ মে ২০১৭)। "Media will be facilitated in upcoming budget"। Business Recorder (newspaper)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৮ 
  3. DawnNews changes to Urdu The Express Tribune (newspaper), Published 15 May 2010, Retrieved 4 June 2018
  4. 'Media first line of defence': DawnNews TV's test transmission Dawn (newspaper), Published 26 May 2007, Retrieved 4 June 2018
  5. Meher Bokhari set to join DawnNews: Report The Express Tribune (newspaper), Published 21 January 2013, Retrieved 4 June 2018

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!