ডগলাস জন বুথ (জন্ম: ৯ জুলাই, ১৯৯২) হলেন একজন ইংরেজ অভিনেতা। ২০১০ সালে বিবিসি টু-এর ওয়ারিড অ্যাবাউট দ্য বয় ছবিতে বয় জর্জের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি অভিনয় করেন বিবিসি-র গ্রেট এক্সপেক্টেশনস মিনিসিরিজ (২০১১) ও ক্রিস্টোফার অ্যান্ড হিজ কাইন্ড চলচ্চিত্রে (২০১১)।
২০১৩ সালে বুথ কার্লো কার্লেই পরিচালিত রোমিও অ্যান্ড জুলিয়েট ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে ডারেন অ্যারোনোফস্কির নূহ এবং লোন শেরফিগের দ্য রায়ট ক্লাব ছবি দু’টিতে অভিনয় করেন বুথ। ২০১৫ সালে তিনি দ্য ওয়াচোস্কির জুপিটার অ্যাসেন্ডিং ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন।
প্রথম জীবন
শিক্ষা
কর্মজীবন
ব্যক্তিগত জীবন
লন্ডনের বারমন্ডসে এলাকায় নিজের বোনের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে বাস করেন বুথ।[২][৩] ২০১৫ সালে তাঁর নাম জিকিউ-এর বেস্ট ড্রেসড ব্রিটিশ পুরুষের তালিকাভুক্ত করা হয়।[৪]
তিনি হিফরশি নারীবাদী প্রচারাভিযানকে সমর্থন করেন[৫] এবং নিজেকে "লিঙ্গ সমতার একজন আবেগপ্রবণ সমর্থক" হিসেবে বর্ণনা করেন।
চলচ্চিত্র তালিকা
চলচ্চিত্র
টেলিভিশন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
ডগলাস বুথ সংক্রান্ত মিডিয়া রয়েছে।