ডগলাস নর্থ

ডগলাস সেসল নর্থ
১৯৯৭ সালে ডগলাস নর্থ
জন্ম (1920-11-05) ৫ নভেম্বর ১৯২০ (বয়স ১০৪)
মৃত্যুনভেম্বর ২৩, ২০১৫(2015-11-23) (বয়স ৯৫)
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠানওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
কাজের ক্ষেত্রঅর্থনৈতিক ইতিহাস
শিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনমেলভিন এম. নাইট
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৯৩)

ডগলাস সেসল নর্থ (ইংরেজি: Douglass Cecil North) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৯৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

নর্থ ১৯২০ সালের ৫ নভেম্বর ম্যাসাচুসেটসের কেমব্রিজে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে ১৯৬০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৮৩ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এ শিক্ষক হিসেবে যোগদান করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!