ডক্টর ফস্টার

"ডক্টর ফস্টার" হলো ইংরেজি ভাষার শিশুতোষ ছড়া।যা উনবিংশ শতাব্দীর পর থেকে বহু কল্পবিজ্ঞানে প্রকাশিত হয়েছিল।এটির রউড ফোক গানের সূচক সংখ্যা ১৯২৮৮।

"ডক্টর ফস্টার"
শিশুতোষ ছড়া
প্রকাশিত১৮৪৪
লেখকঅজানা

ছড়া

ছড়াটি প্রথম ১৮৪৪ সালে তার আধুনিক আকারে প্রকাশিত হয়েছিল, যদিও 'মিডল' দিয়ে 'পুডল' ছড়াটি বোঝায় যে এটি মূলত একটি প্রবাহের জন্য পিডল এবং এটি ছিল শ্লোক এর চেয়ে অনেক পুরানো হতে পারে।

ডাক্টার ফস্টার গ্লুসেস্টার গিয়েছিলেন,
এক পশলা বৃষ্টিতে;
সে এক ডোবায় পা বাড়াল,
ঠিক তার মাঝখানে,
এবং আর কখনও সেখানে যান নি।[]

তথ্যসূত্র

  1. Iona Opie and Peter Opie, The Oxford Dictionary of Nursery Rhymes (Oxford: Oxford University Press, 1951, 2nd edn., 1997), p. 173.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!