ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড (১৯৪১-এর চলচ্চিত্র)

ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Dr. Jekyll and Mr. Hyde
পরিচালকভিক্টর ফ্লেমিং
প্রযোজকভিক্টর সেভিল
রচয়িতাজন লি ম্যাহিন
পার্সি হিথ
স্যামুয়েল হফেনস্টেইন
উৎসরবার্ট লুইস স্টিভেনসন কর্তৃক 
স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড (১৮৮৬)
শ্রেষ্ঠাংশে
সুরকারফ্রানৎস ভাক্সমান
চিত্রগ্রাহকইয়োসেফ রুটেনবের্গ
সম্পাদকহ্যারল্ড এফ. ক্রেস
পরিবেশকমেট্রো-গোল্ডউইন-মেয়ার
মুক্তি
  • ১২ আগস্ট ১৯৪১ (1941-08-12)
স্থিতিকাল১২৭ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১,১৪০,০০০[]
আয়$১,২৭৯,০০০ (অভ্যন্তরীণ)[]
$১,০৭২,০০০ (বৈদেশিক)

ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড (ইংরেজি: Dr. Jekyll and Mr. Hyde) হল ভিক্টর ফ্লেমিং পরিচালিত ১৯৪১ সালের মার্কিন ভীতিপ্রদ চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেন স্পেন্সার ট্রেসি, এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ইংরিদ বারিমানলানা টার্নার। এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন ডোনাল্ড ক্রিস্প, ইয়ান হান্টার, বার্টন ম্যাকলেন, সি. অব্রি স্মিথ ও সারা অলগুড। এটি রবার্ট লুইস স্টিভেনসনের ১৮৮৬ সালের গথিক উপন্যাসিকা স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড অবলম্বনে নির্মিত। এই উপন্যাসিকার একাধিক চলচ্চিত্ররূপ রয়েছে, এই চলচ্চিত্রটি ১৯৩১-এর চলচ্চিত্রের পুনর্নির্মাণ। চলচ্চিত্রটি ১৪তম একাডেমি পুরস্কারে তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে।

কুশীলব

  • স্পেন্সার ট্রেসি - ডক্টর জেকিল
  • ইংরিদ বারিমান - আইভি পিয়ারসন
  • লানা টার্নার - বিয়া এমারি
  • ডোনাল্ড ক্রিস্প - স্যার চার্লস এমারি
  • ইয়ান হান্টার - জন ল্যানিয়ন
  • বার্টন ম্যাকলেন - স্যাম হিগিন্স
  • সি. অব্রি স্মিথ - বিশপ ম্যানারস
  • পিটার গডফ্রি - পুল, জেকিলের গৃহভৃত্য
  • সারা অলগুড - মিসেস হিগিন্স
  • ফ্রেডরিক ওয়ারলক - ডক্টর হিথ
  • উইলিয়াম ট্যানেন - ইনটার্ন ফেনউইক
  • ফ্রান্সেস রবিনসন - মার্শিয়া
  • ডেনিস গ্রিন - ফ্রেডি
  • বিলি বেভান - জনাব ওয়েলার
  • ফরেস্টার হার্ভি - বৃদ্ধ প্রুটি
  • লুমসডেন হেয়ার - কর্নেল ওয়াইমাউথ
  • লরেন্স গ্র্যান্ট - ডক্টর কোর্টল্যান্ড
  • জন বার্কলি - গির্জায় কনস্টেবল
  • কলিন কেনি - কনস্টেবল
  • লিডিয়া বিলব্রুক - লেডি কোপওয়েল
  • আলেক ক্রেইগ - খাদ্য পরিবেশনকারী

পুরস্কার ও সম্মাননা

মনোনয়ন
অন্যান্য সম্মাননা

তথ্যসূত্র

  1. The Eddie Mannix Ledger, লস অ্যাঞ্জেলেস: Margaret Herrick Library, Center for Motion Picture Study 
  2. "The 14th Academy Awards | 1942"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০ 
  3. "AFI's 100 Years of Film Scores Nominees" (পিডিএফ)এএফআইআমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!