ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড (ইংরেজি : Dr. Jekyll and Mr. Hyde ) হল ভিক্টর ফ্লেমিং পরিচালিত ১৯৪১ সালের মার্কিন ভীতিপ্রদ চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেন স্পেন্সার ট্রেসি , এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ইংরিদ বারিমান ও লানা টার্নার । এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন ডোনাল্ড ক্রিস্প , ইয়ান হান্টার, বার্টন ম্যাকলেন, সি. অব্রি স্মিথ ও সারা অলগুড। এটি রবার্ট লুইস স্টিভেনসনের ১৮৮৬ সালের গথিক উপন্যাসিকা স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড অবলম্বনে নির্মিত। এই উপন্যাসিকার একাধিক চলচ্চিত্ররূপ রয়েছে, এই চলচ্চিত্রটি ১৯৩১-এর চলচ্চিত্রের পুনর্নির্মাণ। চলচ্চিত্রটি ১৪তম একাডেমি পুরস্কারে তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে।
কুশীলব
স্পেন্সার ট্রেসি - ডক্টর জেকিল
ইংরিদ বারিমান - আইভি পিয়ারসন
লানা টার্নার - বিয়া এমারি
ডোনাল্ড ক্রিস্প - স্যার চার্লস এমারি
ইয়ান হান্টার - জন ল্যানিয়ন
বার্টন ম্যাকলেন - স্যাম হিগিন্স
সি. অব্রি স্মিথ - বিশপ ম্যানারস
পিটার গডফ্রি - পুল, জেকিলের গৃহভৃত্য
সারা অলগুড - মিসেস হিগিন্স
ফ্রেডরিক ওয়ারলক - ডক্টর হিথ
উইলিয়াম ট্যানেন - ইনটার্ন ফেনউইক
ফ্রান্সেস রবিনসন - মার্শিয়া
ডেনিস গ্রিন - ফ্রেডি
বিলি বেভান - জনাব ওয়েলার
ফরেস্টার হার্ভি - বৃদ্ধ প্রুটি
লুমসডেন হেয়ার - কর্নেল ওয়াইমাউথ
লরেন্স গ্র্যান্ট - ডক্টর কোর্টল্যান্ড
জন বার্কলি - গির্জায় কনস্টেবল
কলিন কেনি - কনস্টেবল
লিডিয়া বিলব্রুক - লেডি কোপওয়েল
আলেক ক্রেইগ - খাদ্য পরিবেশনকারী
পুরস্কার ও সম্মাননা
মনোনয়ন
অন্যান্য সম্মাননা
তথ্যসূত্র
বহিঃসংযোগ