টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) হল বাংলাদেশের সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি। এ কোম্পানি বাংলাদেশে টেলিফোন, মোবাইল, ল্যাপটপ তৈরি ও সংযোজন করে। টেশিস ২০১১ সালে দোয়েল নামে প্রথম ল্যাপটপ তৈরি /সংযোজন করে।
পন্যসমূহ
- পিএসটিএন টেলিফোন সেট
- পিএবিএক্সঃ সিস্টেম
- ডিজিটাল মিটার
- মোবাইল ব্যাটারি ও চার্জার
- ল্যাপটপ
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ