টেরিস ভিট্টাটা

টেরিস ভিট্টাটা বা Pteris vittata একটি Pteridoideae উপ-পরিবারের ফার্নের প্রজাতি। এটি এশিয়া, দক্ষিণ ইউরোপ, ক্রান্তীয় আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় অধিক পাওয়া যায়। এরা ভাস্কুলার অর্থাৎ এদের জাইলেম এবং ফ্লোয়েম থাকে।

Pteris
Pterix vittata
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণী: Polypodiopsida
বর্গ: Polypodiales
পরিবার: Pteridaceae
গণ: Pteris
প্রজাতি: P. vittata
দ্বিপদী নাম
Pteris vittata

বাসস্থান এবং বিতরণ

টেরিস ভিট্টাটা প্যলিওট্রপিক অঞ্চলে ও দক্ষিণ ট্রপিকাল অঞ্চলে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার কেনিয়া; মোজাম্বিক; নামিবিয়া; তানজানিয়া; উগান্ডা; জাম্বিয়া; এবং জিম্বাবুয়েতে পাওয়া যায়। এশিয়া মহাদেশেঅস্ট্রেলিয়া মহাদেশেও এদের বিপুল পরিমাণে পাওয়া যায়।

এরা সাধারণ দালানের দেয়ালে বা পাথরের উপরে জন্ম নেয়।

ব্যবহারসমূহ

সাধারণত জঙ্গলে এটি নিজ থেকে হলেও কখনো কখনো এদেরকে খাদ্য হিসেবে চাষ করা হয়।[] বৃহদাকার এই ফার্নগুলো বাগানের শোভাবৃদ্ধিতেও ব্যবহার করা হয়। এটি খুব ভালো আর্সেনিক শোষক [] সাথে বিভিন্ন প্রকৃতির দূষণ ঠেকাতে এর ব্যবহার করা হয়ে থাকে।

তথ্যসূত্র

  1. "Pteris vittata"। Germplasm Resources Information Network (GRIN). Agricultural Research Service (ARS), United States Department of Agriculture (USDA) 
  2. Wilkins, Carolyn (২০০৩)। "Arsenic hyperaccumulation in ferns: A review"। Environmental Chemistry Group Bulletin of the Royal Society of Chemistry 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!