টি. এ. ইলুমালাই

টি. এ. ইলুমালাই ভারতের তামিলনাড়ুর একজন রাজনীতিবিদ। তিনি ২০১৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পুনামল্লি আসন থেকে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনত্রা কাজগম রাজনৈতিক দলের সদস্য হিসাবে ষোড়শ তামিলনাড়ু বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। []

মুখ্যমন্ত্রী এডাপাদি কে পলান্নস্বামীর সমর্থন প্রত্যাহার করে এবং বিদ্রোহী নেতা টিটিভি ধীনকরণের অনুগত হয়ে তাঁর দল আম্মা মাক্কাল মুন্নেত্র কড়গমে যোগ দিয়েছিলেন বলে ১৮ জন সদস্যের সাথে তাকেও স্পিকার পি. ধনপাল অযোগ্য ঘোষণা করেছিলেন। [][]

তথ্যসূত্র

  1. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends"। Election Commission of India। ১৯ মে ২০১৬। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
  3. Echo of poll debacle: AMMK sees many jumping ship

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!