| এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। অনুগ্রহ করে নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে। |
টাঙ্গাইল পৌর উদ্যান যেটিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান নামেও ডাকা হয়, একটি পৌর পার্ক যেটি বাংলাদেশের টাঙ্গাইল শহরের মধ্যস্থলে অবস্থিত। এটি টাংগাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি হিসেবে দান করে গিয়েছিলেন সন্তোষের অন্যতম ভূম্যধিকারিণী বিন্দুবাসিনী রায় চৌধুরানীর দুই সন্তান, সন্তোষের পাঁচ আনা অংশের জমিদার ভাতৃদয় প্রমথনাথ রায় চৌধুরী ও মন্মথনাথ রায় চৌধুরী। বর্তমানে এটি টাঙ্গাইল পৌরসভার আওতাধীন রয়েছে। এটি টাঙ্গাইল শহরের মানুষের অন্যতম প্রধান মিলনস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন এই পার্কে টাঙ্গাইলের অনেক মানুষ সাক্ষাৎ এবং আনন্দ বিনিময় করে থাকে। তাই এটি টাঙ্গাইল শহরের প্রতীক হিসেবে রূপ নিয়েছে।
পার্কের পূর্বপাশে একটি বিশাল মুক্তমঞ্চ রয়েছে। যেটির শিরোনাম "খাল-বিল, নদী-চর, গজারির বন,টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন"। এছাড়া পার্কের উত্তর পাশে রয়েছে একটি শহীদ মিনার। প্রতিবছর এই পার্কে অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। মেলা, কনসার্ট, জনসভা এদের মধ্যে অন্যতম। [১]
আরও দেখুন
তথ্যসূত্র