টপ-নচ ম্যাগাজিন (ইংরেজি: Top-Notch Magazine) ছিল একটি মার্কিন পাল্প পত্রিকা। এই পত্রিকাটিতে অ্যাডভেঞ্চার কথাসাহিত্য প্রকাশিত। ১৯১০ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত এই পত্রিকাটি চালু ছিল। পত্রিকাটি প্রকাশ করত স্ট্রিট অ্যান্ড স্মিথ।[১]
টপ-নচ ম্যাগাজিন প্রথম প্রকাশিত হয়েছিল ১৯১০ সালের মার্চ মাসে। মাসে তিনবার প্রকাশিত এই পত্রিকাটি ১৯৩২ সালের অক্টোবর মাসে বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত মোট ৬০২টি সংখ্যা প্রকাশ করেছিল। পত্রিকাটির ইতিহাসের বেশিরভাব সময়ই এটির দাম ছিল ১০ সেন্ট। কিশোরদের পত্রিকা হিসেবে শুরু হলেও এবং মূলত খেলাধুলা-কেন্দ্রিক গল্প ছাপলেও, ১৯৩০-এর দশকে এটি পুরুষদের অ্যাডভেঞ্চার পত্রিকায় রূপান্তরিত হয়। এই পত্রিকার গুরুত্বপূর্ণ অবদানকারীরা হলেন প্রথম দিকে জ্যাক লন্ডন, এফ. ব্রিটেন অস্টিন, উইলিয়াম ওয়ালেস কুক, বারট্রাম অ্যাটকে ও জনস্টন ম্যাকগালি; এবং পরবর্তীকালে রবার্ট ই. হাওয়ার্ড[২]
এল. রন হাবার্ড,[৩] লেস্টার ডেন্ট,[৪] কার্ল রিচার্ড জেকবি,[৫] বার্ট এল. স্ট্যান্ডিশ, জে. অ্যালান ডান ও হ্যারি স্টিফেন কিলার।
তথ্যসূত্র
- ↑ Yesterday's Faces:Dangerous Horizons by Robert Sampson. Popular Press, 1991, (p. 186).
- ↑ Robert E. Howard by Marc Cerasini,and Charles E. Hoffman, Starmont House, 1987,(p. 123)
- ↑ Pulp Culture - The Art of Fiction Magazines by Frank M. Robinson and Lawrence Davidson, Collectors Press, Inc. 2007( p.184-5).
- ↑ Robinson and Davidson, (p. 11)
- ↑ Lost in the Rentharpian Hills: spanning the decades with Carl Jacobi by R. Dixon Smith. Popular Press, 1985 (p. 79)
গ্রন্থপঞ্জি