জ্যাকব টিমোথি জ্যাক বল (ইংরেজি: Jake Ball; জন্ম: ১৪ মার্চ, ১৯৯১) নটিংহ্যামশায়ারের ম্যান্সফিল্ডে জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বোলিংয়েও পারদর্শী জ্যাক বল। মার্কেট ওয়ারসপে অবস্থিত মেডেন স্কুলে পড়াশোনা করেছেন।[১] তার কাকা ব্রুস ফ্রেঞ্চ ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।
ঐ মৌসুমে তার একমাত্র প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিলেও পরবর্তীকালে কাউন্টি দলের পক্ষে লিস্ট এ ক্রিকেটের আরও পাঁচ খেলায় অংশ নিয়েছিলেন।[৩] অদ্যাবধি ঐ খেলাগুলোয় তিনি ৬ উইকেট সংগ্রহ করেছেন, যার বোলিং গড় ৪২.৩৩ ও সেরা বোলিং পরিসংখ্যান ৩/৩২।[৬] এছাড়াও, ব্যাট হাতে ৪১ রান করেছেন ২০.৫০ গড়ে। তন্মধ্যে সর্বোচ্চ সংগ্রহ ছিল অপরাজিত ১৯।[৭] এছাড়াও, ২০১১ সালে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ফ্রেন্ডস প্রভিডেন্ট টি২০ প্রতিযোগিতায় ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে একমাত্র টুয়েন্টি২০ খেলায় অংশ নিয়েছেন তিনি।[৮]
আন্তর্জাতিক ক্রিকেট
মে, ২০১৬ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে খেলার জন্য মনোনীত হন। হেডিংলিতে অনুষ্ঠিত সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী টেস্টে অংশ নেন।[৯]