জোসেফ: কিং অব ড্রিমস্ (ইংরেজি: Joseph: King of Dreams) হল ড্রিমওয়ার্কস অ্যানিমেশন কর্তৃক ২০০০ সালে নির্মিত একটি বাইবেলীয়, পারিবারিক সঙ্গীত নির্ভর কার্টুন চলচ্চিত্র, যাতে বাইবেলের বুক অব জেনেসিসে বর্নিত নবি জোসেফের কাহিনী চলচ্চিত্রায়িত হয়েছে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রিন্স অব ইজিপ্ট চলচ্চিত্রের পূর্ব সিক্যুয়াল হিসেবে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়| চলচ্চিত্রটি ডাইরেক্ট-টু-ভিডিও আকারে মুক্তি পায়।[১][২]