জোর করে ভালোবাসা হয় না

জোর করে ভালোবাসা হয় না হচ্ছে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন এবং তুষার কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন আব্দুল মাবুদ কাওসার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা ও আয়েশা সালমা মুক্তি। এছাড়াও মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আলীরাজসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[][] এটি শাকিব খান অভিনীত প্রথম ডিজিটাল চলচ্চিত্র।[]

জোর করে ভালোবাসা হয় না
জোর করে ভালোবাসা হয় না চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহাদাত হোসেন লিটন
প্রযোজকআব্দুল মাবুদ কাওসার
কাহিনিকারআব্দুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
চিত্রগ্রাহকএমএ কাইয়ূম
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
তুষার কথাচিত্র
পরিবেশকতুষার কথাচিত্র
মুক্তি
  • ১ ফেব্রুয়ারি ২০১৩ (2013-02-01)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

গল্পসূত্র

অবসরপ্রাপ্ত মেজর মনসুর আলী খানের একমাত্র ছেলে সানিয়াত রবি সূর্য (শাকিব খান) আর অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার আশরাফ চৌধুরীর মেয়ে কাজল। দুজন দুজনকে ভালোবাসে। দুই পরিবারে জানাজানি হলে তারাও মেনে নেয় এই ভালোবাসা। ধুমধাম করে বিয়ের সানাই বাজে। কিন্তু বিয়ের আসরে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী।[]

অভিনয়

মুক্তি

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের প্রায় ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][]

তথ্যসূত্র

  1. "শাকিব-মুক্তির 'জোর করে ভালোবাসা হয় না'"www.prothom-alo.com। ২০১৩-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  2. "জোর করে ভালোবাসা হয় না"www.prothom-alo.com। ২০১৩-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  3. "ডিজিটাল শাকিব খান"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  4. "চলচ্চিত্র"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  5. "এই ঈদে মুক্তি"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  6. "মুক্ত বিহঙ্গের মতো মুক্তি"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  7. "হিট ছবি মাত্র ছয়টি"বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। ২০১৫-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 

বহিঃসংযোগ

বাংলা মুভি ডেটাবেজে জোর করে ভালোবাসা হয় না

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!