জোর করে ভালোবাসা হয় না হচ্ছে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন এবং তুষার কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন আব্দুল মাবুদ কাওসার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা ও আয়েশা সালমা মুক্তি। এছাড়াও মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আলীরাজসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[১][২] এটি শাকিব খান অভিনীত প্রথম ডিজিটাল চলচ্চিত্র।[৩]
গল্পসূত্র
অবসরপ্রাপ্ত মেজর মনসুর আলী খানের একমাত্র ছেলে সানিয়াত রবি সূর্য (শাকিব খান) আর অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার আশরাফ চৌধুরীর মেয়ে কাজল। দুজন দুজনকে ভালোবাসে। দুই পরিবারে জানাজানি হলে তারাও মেনে নেয় এই ভালোবাসা। ধুমধাম করে বিয়ের সানাই বাজে। কিন্তু বিয়ের আসরে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী।[৪]
অভিনয়
মুক্তি
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের প্রায় ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২][৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
বাংলা মুভি ডেটাবেজে জোর করে ভালোবাসা হয় না