নাইট ব্যাচেলর কমপেনিয়ন অব দি অর্ডার অব দি বাথ কমপেনিয়ন অব দি অর্ডার অব সেইন্ট মাইকেল এন্ড সেইন্ট জর্জ ডিসপ্যাচ সমূহে উল্লেখ করা হয়েছে
ব্রিগেডিয়ার জেনারেল স্যার জেমস্ এডওয়ার্ড এডমন্ডস্ সি. বি. এবং সি. এম. জি. (২৫ ডিসেম্বর ১৮৬১ - ২ আগস্ট ১৯৫৬) প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ রয়েল ইনঞ্জিনিয়ার্স এর একজন অফিসার ছিলেন। ১৯১৯ সালের ১লা এপ্রিল এডমন্ডস্ ইম্পেরিয়াল ডিফেন্স কমিটির একজন ডাইরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ২৮-খণ্ড এর "হিস্ট্রী অব গ্রেট ওয়ার" সংকলন করেন। এডমন্ডস্ "হিস্ট্রী অব গ্রেট ওয়ার" এর প্রায় অর্ধেক সংখ্যক এবং ১৪-খণ্ড এর "ওয়েস্টার্ন ফ্রন্ট (মিলিটারি অপারেশনস, ফ্রান্স এবং বেলজিয়াম)" এর ১১ টি খণ্ড নিজে লিখেছিলেন। তার কাজ শেষ হয় ১৯৪৯ সাল নাগাদ শেষ খণ্ড গুলি প্রকাশের মাধ্যমে।
Edmonds, J. E. (১৯৮৭) [1944]। The Occupation of the Rhineland, 1918–1929। History of the Great War Based on Official Documents by Direction of the Historical Section of the Committee of Imperial Defence। orig. For Official Use Only (Imperial War Museum facsimile সংস্করণ)। London: HMSO। আইএসবিএন978-0-11-290454-0।
"Birthday Honours"। The London Gazette। London: HMSO। ১৯২৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭।"নং. 33390"। দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ৪ জুন ১৯২৮।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
Travers, T. (২০০৩) [1987]। The Killing Ground: The British Army, the Western Front & the Emergence of Modern War 1900–1918 (Pen & Sword সংস্করণ)। London: Allen & Unwin। আইএসবিএন978-0-85052-964-7।