জেমস নদী মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ার একটি নদী এবং ভার্জিনিয়ার দীর্ঘতম নদী। উত্তর আমেরিকার অ্যাপোলেশিয়ান পর্বত থেকে শুরু করে ৩৪৮ মাইল প্রবাহিত হয়ে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মোহনা 'চেসাপিক বে (Chesapeake Bay)'-তে মিশেছে। এটির একটি বড় উপনদীর নাম জ্যাকসন নদী। জ্যাকসন নদীসহ জেমস নদীর দৈর্ঘ্য ৪৪৪ মাইল। জেমসটাউন, উইলিয়ামসবার্গ, ভার্জিনিয়ার ১ম ঔপনিবেশিক রাজধানীসমূহ, রিচমন্ড এবং ভার্জিনিয়ার বর্তমান রাজধানী জেমস নদীকে ঘিরে অবস্থিত।
তথ্যসূত্র