জেফরি ডব্লিউ হেজলেট

জেফরি ডব্লিউ হেজলেট
২০১০ সালে
জন্ম১৯৬০/১৯৬১ (৬৩–৬৪ বছর)[]
পেশাসিইও, হেজলেট গ্রুপ
ওয়েবসাইটThe Hayzlett Group

জেফরি হেজলেট (জন্ম ১৯৬০/৬১) একজন মার্কিন ব্যবসায়ী। তিনি পূর্বে ২০০৬-২০১০ সাল পর্যন্ত ইস্টম্যান কোডাক কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন।[] ২০১৪ সালে তিনি হেজলেট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হন।

জীবনের প্রথমার্ধ

হেজলেটের জন্ম পশ্চিম ভার্জিনিয়ার চার্লসটনে, তিন ভাইবোনের মধ্যে সবার বড়। তার বাবা সামরিক বাহিনীতে ছিলেন যার কারণে তার পরিবারকে ঘন ঘণ বদলী হতে হতো

হেজলেট ১৯৭৯ সালে দক্ষিণ ডাকোটার বক্স এল্ডারের ডগলাস হাই স্কুল থেকে স্নাতক হন। এরপর তিনি সিওক্স ফলসের একটি বেসরকারী কলেজ অগাস্টানা কলেজে সরকারী ও আন্তর্জাতিক বিষয় নিয়ে পড়াশোনা করেন। তিনি পাই সিগমা এপসিলনের সদস্য ছিলেন।[]

তথ্যসূত্র

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Forbes নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "Ex-Kodak CMO Jeffrey Hayzlett Warns: Adapt, Change or die" 
  3. "SD marketing guru, TV star is leaving job"The American News (Aberdeen, South Dakota)। মে ১৫, ২০১০। [অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

  • "Biography: Jeffrey W. Hayzlett"। Eastman Kodak Company। জুন ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০০৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!