জেনিফার চিউ

জেনিফার চিউ
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম১৯৮৩
আখরোট ক্রিক, ক্যালিফোর্নিয়া
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল

জেনিফার চিউ (ইংরেজি: Jennifer Chew; জন্ম:১৯৮৩) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

প্রাথমিক জীবন

জেনিফার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আখরোট ক্রিক শহরে জন্ম গ্রহণ করেছিলেন।

খেলোয়াড় জীবন

মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে জেনিফার ২০০৬ সালে আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক এবং ২০১০ সালে স্বর্ণ পদক জয় করছিলেন। ২০১১ সালের প্যারাপান আমেরিকান গেমসে তিনি স্বর্ণপদক লাভ করেন এবং চারবারের এনডাব্লুডাব্লুবিটি চ্যাম্পিয়নও ছিলেন।[]

আরও পড়ুন

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "Jennifer Chew"Team USAUnited States Olympic Committee। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৩ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!