চলচ্চিত্রটির পরিচালক ফখরুল আরেফিন খান ৯ মার্চ ২০২১ তারিখে এর প্রযোজনার ঘোষণা দেন। মুজিববর্ষকে সম্মান জানানো এই চলচ্চিত্র প্রযোজনার উদ্দেশ্য ছিলো। এতে সব্যসাচী চক্রবর্তী থাকবেন বলেও ঘোষণা করা হয়, এটি ছিলো ফখরুলের সঙ্গে তার দ্বিতীয় চলচ্চিত্র। পরিচালক বলেছিলেন যে জেকে ১৯৭১-এর প্রযোজনা ২০২১ সালের এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে।[৩] ১৮ সেপ্টেম্বর ২০২১-এ ৩৬ জন অভিনয়শিল্পী নিয়ে এর চিত্রগ্রহণ শুরু হয়।[৪] এর প্রযোজনা পরবর্তী কার্যক্রম ২৩ এপ্রিল ২০২২-এ শেষ হয়।[৫]
চলচ্চিত্রের মুক্তির পরে অমিত মল্লিক অভিযোগ করেন যে চলচ্চিত্রের মূল কাহিনীটি ২০১৭ সালে পরিচালককে তার ইমেল করা নিজের চলচ্চিত্রের প্রকল্পের চিত্রনাট্য থেকে নকল করা হয়েছিলো। তবে, পরিচালক অভিযোগ অস্বীকার করে বলেন যে অমিত তার বিরুদ্ধে কুম্ভীলকবৃত্তির মামলা দায়ের করলে তিনি মামলার মুখোমুখি হতে প্রস্তুত আছেন।[১৩]
অভ্যর্থনা
বাংলা ট্রিবিউনের চলচ্চিত্র সমালোচক আহসান কবির চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন।[১৪]