জুনায়না আহমেদ

জুনায়না আহমেদ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-06-30) ৩০ জুন ২০০৩ (বয়স ২১)
ক্রীড়া
ক্রীড়াসাঁতার
ধরন
পদকের তথ্য
মহিলাদের সতর
 বাংলাদেশ -এর প্রতিনিধিত্বকারী
South Asian Games
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৯ কাঠমুন্ডু ২০০মি ফ্রি স্টাইল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৯ কাঠমুন্ডু ৮০০মি ফ্রি স্টাইল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৯ কাঠমুন্ডু ২০০মি প্রজাপতি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৯ কাঠমুন্ডু ৪০০মি ব্যক্তিগত মিশ্র

জুনায়না আহমেদ (জন্ম ৩০ জুন ২০০৩)[] একজন বাংলাদেশী সাঁতারু। ২০১২ সালে, তিনি দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অনুষ্ঠিত ২০১৯ ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল এবং মহিলাদের ২০০ মিটার প্রজাপতি ইভেন্টে অংশ নিয়েছিলেন।[][] উভয় ইভেন্টে তিনি সেমিফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হননি।

২০১২ সালে, তিনি নেপালে অনুষ্ঠিত ২০১৯ দক্ষিণ এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার স্বতন্ত্র মেডলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[] তিনি মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল, মহিলাদের ৮০০ মিটার ফ্রিস্টাইল এবং মহিলাদের ২০০ মিটার প্রজাপতি ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

তথ্যসূত্র

  1. "Swimming – Entry list" (পিডিএফ)2019 World Aquatics Championships। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০ 
  2. "Women's 50 metre freestyle – Heats" (পিডিএফ)2019 World Aquatics Championships। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০ 
  3. "Women's 200 metre butterfly – Heats" (পিডিএফ)2019 World Aquatics Championships। ১৯ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০ 
  4. "Swimming Results – Event 9 – Event 13"2019 South Asian Games। ৯ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!