জুছে টাওয়ার

জুছে টাওয়ার

জুছে টাওয়ার (ইংরেজি: Juche Tower) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং শহরের অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। কিম ইল-সাং প্রবর্তিত জুছে তত্ত্বের নাম অনুসারে টাওয়ারটির নামকরণ করা হয়েছে। টাওয়ারটি ১৯৮২ সালে নির্মাণ সম্পন্ন হয় এবং এটি কিম ইল-সাং স্কয়ারের ঠিক উলটো দিকের ত্যাডং নদীর অপর কূলে অবস্থিত। টাওয়ারটি কিম ইল-সাং এর ৭০ তম জন্মবার্ষিকীতে তার স্মারক হিসেবে তৈরি করা হয়।[] কিম জং-ইল টাওয়ারটি সরকারীভাবে মূল নকশা অনুযায়ী তৈরি করেছেন দাবি করলেও উত্তর কোরিয়ার সাবেক সরকারি কর্মকর্তারা তা অসত্য বলেছে।[]

গ্যালারী

তথ্যসূত্র

  1. Coonan, Clifford (অক্টোবর ২১, ২০০৬)। "Kim Jong Il, the tyrant with a passion for wine, women and the bomb"The Independent। সংগ্রহের তারিখ অক্টোবর ১১, ২০০৮ 
  2. Martin, Bradly K. (২০০৪)। Under The Loving Care of The Fatherly Leader। Macmillan। পৃষ্ঠা 626আইএসবিএন 0312322216 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!