জিন্দা পার্ক

জিন্দা পার্ক
জিন্দা পার্কের ভিতর
মানচিত্র
ধরনঅবকাশ যাপন কেন্দ্র
অবস্থানদাউদপুর ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
স্থানাঙ্ক২৩°৫১′৫৮″ উত্তর ৯০°৩০′৩৭″ পূর্ব / ২৩.৮৬৬০৪২৩° উত্তর ৯০.৫১০৩৭৪১° পূর্ব / 23.8660423; 90.5103741
আয়তন৩৩ একর (০.১৩ বর্গকিলোমিটার)
নির্মিত১৯৮১ (1981)
পরিচালিতঅগ্রপথিক পল্লী সমিতি (১৯৮১-১৯৯৩) (২০১৪-বর্তমান)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (১৯৯৩-২০১৪)
পরিদর্শক৭০-৮০ (২০১৮ হিসেবে)
ওয়েবসাইটzindapark.com

জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি বিনোদন পার্ক ও অবকাশ যাপন কেন্দ্র। পার্কটির আয়তন ১০০ বিঘা (৩৩ একর)।[] পার্কটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণস্থল।[]

অবস্থান

জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে ৩৭ কিমি দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর-পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়কঘেঁষে এই পার্কটি অবস্থিত। উত্তরে ও পূর্বদিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রেখেছে।

ইতিহাস

“অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়।[] পার্কটির আয়তন ১০০ বিঘা, যার মধ্যে ৬০ বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসাইন কুসুম। শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়।[] শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে।

১৯৯৫ সালে রাজউক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে।[] তারপর বেশ কয়েকবার রাজউক ও গ্রামবাসীর মধ্যে দখলচেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি আদলতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজউক ‘অধিগ্রহণবলে জমির মালিক রাজউক/প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি’ লিখে একটি সাইনবোর্ড লাগায়।[] ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়।[] জিন্দা পার্কের নাম তখন “রাজউক জিন্দা পার্ক” রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি এলাকাটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে।[]

বর্ণনা

জিন্দা পার্ক প্রায় ৩৩ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে প্রায় ২৫০ প্রজাতির প্রায় ২৫ হাজার গাছ রয়েছে। পাঁচটি জলাধার রয়েছে, যা মোট জায়গার ২৫ শতাংশ।[] আছে বৃক্ষ-ঘর, টিলা, ফুলের বাগান এবং হ্রদের ওপর ব্রিজ। এছাড়া বিদ্যালয়, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিসসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে।[][]

ছবিঘর

তথ্যসূত্র

  1. "পাঁচ কিশোরের উদ্যোগ বদলে দিল গ্রাম"প্রথম আলো। ৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 
  2. "জিন্দা পার্ক"রূপগঞ্জ উপজেলা বাতায়ন। ২০১৯-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০১ 
  3. "অবসরে ঘুরে আসুন জিন্দা পার্ক"বৈশাখী টেলিভিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আন্দোলনে রক্ষা পেল জিন্দা পার্ক"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩ এপ্রিল ২০১৪। ২৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 
  5. "ত্রিপক্ষীয় সমঝোতায় জিন্দা পার্ক এখন রাজউকের দখলে"বাংলাদেশ প্রতিদিন। ৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!