জিও টিভি অথবা জিও টেলিভিশন হল ২০০২ সালে প্রতিষ্ঠিত একটি পাকিস্তানি টেলিভিশন চ্যানেল। এটি মীর শাকিলুর রহমান মালিকানাধীন একটি চ্যানেলটি। চ্যানেলটি ২০০২ সালে ১৪ আগস্টে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে এবং পরবর্তীতে ২০০২ সালের অক্টোবরে নিয়মিত সম্প্রচার শুরু করে।[১][২]জিও হল একটি উর্দু শব্দ যার অর্থ হল বেঁচে থাকা।
জিও টেলিভিশন নেটওয়ার্ক
জিও টেলিভিশন নেটওয়ার্ক জিও টিভির সাথে তাদের কার্যক্রম শুরু করে এবং এবং পাকিস্তান-ভিত্তিক অন্যান্য বিভিন্ন চ্যানেল চালু করা হয়। যেমন:
জিও সুপার - একটি ২৪ ঘণ্টার খেলাধুলার প্রতি অনুরাগী ক্রীড়া চ্যানেল। এছাড়াও তারা ব ক্রিকেটের পাশাপাশি চ্যানেলটি বক্সিং, ফুটবল, টেনিস এবং হকি খেলাও সম্প্রচার করে থাকে।