জারির বুকস্টোর (আরবি: مكتبة جرير) আব্দুলরহমান নাসের আল-আগিল প্রতিষ্ঠিত সৌদি আরব-এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরুর দিকে জারির বুকস্টোর রিয়াদে বসবাসরত অভিবাসীদের কাছে বই এবং বিভিন্ন শিল্পকর্ম বিক্রয় করতো। পরবর্তীতে জারির বুক স্টোর সৌদি আরবের সর্ববৃহৎ বই এবং ইলেক্ট্রিক সামগ্রীর খুচরা বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করে।[১] ২০০৩ সালে জারির বুকস্টোর সৌদি স্টক এক্সচেঞ্জে (তাদাবুল) নিবন্ধিত হয় এবং বর্তমানে তার এক তৃতীয়াংশ শেয়ার বাজারে রয়েছে।[২]
তথ্যসূত্র