জারির বুক স্টোর

জারির বুকস্টোর
জারির
স্থানীয় নাম
মক্তবাতুল জারির مكتبة جرير
ধরনখুচরা
জারির
আইএসআইএনSA000A0BLA62
শিল্পখুচরা বিক্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাকাল৯ জুলাই ১৯৭৯ (1979-07-09)
প্রতিষ্ঠাতাআল আগিল ব্রাদার্স
সদরদপ্তর,
অবস্থানের সংখ্যা
সৌদি আরব ৪৯
কাতার
সংযুক্ত আরব আমিরাত
কুয়েত
বাণিজ্য অঞ্চল
মধ্যপ্রাচ্য
প্রধান ব্যক্তি
মুহাম্মদ বিন আব্দুলরহমান আল-আগিল (চেয়ারম্যান)
আব্দুলকারিম বিন আব্দুলরহমান আল-আগিল (সিইও)
পরিষেবাসমূহবই এবং ইলেকট্রনিক পণ্য খুচরা বিক্রয়
আয়৩,৭৭৯,২২২ সৌদি রিয়াল (৩০/০৬/২০১৯)
৪০২,৮১৯ সৌদি রিয়াল (30/06/2019)
মোট সম্পদ৩,৮৮৩,২৪৬ সৌদি রিয়াল (৩০/০৬/২০১৯)

জারির বুকস্টোর (আরবি: مكتبة جرير) আব্দুলরহমান নাসের আল-আগিল প্রতিষ্ঠিত সৌদি আরব-এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরুর দিকে জারির বুকস্টোর রিয়াদে বসবাসরত অভিবাসীদের কাছে বই এবং বিভিন্ন শিল্পকর্ম বিক্রয় করতো। পরবর্তীতে জারির বুক স্টোর সৌদি আরবের সর্ববৃহৎ বই এবং ইলেক্ট্রিক সামগ্রীর খুচরা বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করে।[] ২০০৩ সালে জারির বুকস্টোর সৌদি স্টক এক্সচেঞ্জে (তাদাবুল) নিবন্ধিত হয় এবং বর্তমানে তার এক তৃতীয়াংশ শেয়ার বাজারে রয়েছে।[]



তথ্যসূত্র

  1. "Jarir Bookstore, Not just a bookstore"www.jarir.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৩ 
  2. "About Jarir"Jarir Book Store (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৩ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!