জামা রেলওয়ে স্টেশন

জামা রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
জামা রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড
অবস্থানজামা, দুমকা জেলা, ঝাড়খণ্ড ৮১৪১১০
 ভারত
স্থানাঙ্ক২৪°২০′৩৩″ উত্তর ৮৭°০৯′১০″ পূর্ব / ২৪.৩৪২৪৯৮১° উত্তর ৮৭.১৫২৭৩° পূর্ব / 24.3424981; 87.15273
উচ্চতা১৬৯ মিটার (৫৫৪ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনজাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
সংযোগসমূহজাসিডা জংশন, দুমকা
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডJama
অঞ্চল পূর্ব রেল
বিভাগ আসানসোল
ইতিহাস
চালু২০১১[]
বৈদ্যুতীকরণনা
অবস্থান
জামা রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ড-এ অবস্থিত
জামা রেলওয়ে স্টেশন
জামা রেলওয়ে স্টেশন
ঝাড়খণ্ডের মানচিত্র #ভারতের মানচিত্র
জামা রেলওয়ে স্টেশন ভারত-এ অবস্থিত
জামা রেলওয়ে স্টেশন
জামা রেলওয়ে স্টেশন
ঝাড়খণ্ডের মানচিত্র #ভারতের মানচিত্র

জামা রেলওয়ে স্টেশন (স্টেশন কোড JAMA) হল জাসিদিহ-রামপুরহাট সেকশনে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার জামা শহরে পরিষেবা প্রদান করে। এটি ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের আসানসোল রেলওয়ে বিভাগে অবস্থিত। এটির গড় উচ্চতা ১৬৯ মিটার (৫৫৪ ফু) ।

ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগের দেওঘর জেলার জাসিদা থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট পর্যন্ত একটি একক ব্রডগেজ রেলপথ। দুমকা যাওয়ার এই রেলপথটি সাঁওতাল পরগনা বিভাগের জন্য একটি সুবিধাজনক স্থান।

জামা রেলওয়ে স্টেশনটি নিকটবর্তী গ্রাম জারপুরা, ঘোরিবাদ, সিলান্দাহ, বেলকুপি, সুগনিবাদের সাথে রেল সংযোগ প্রদান করে।

ইতিহাস

২০১১ সালে জামা রেলওয়ে স্টেশন চালু হয়। ৭২ কিমি (৪৫ মা) জাসিডা জংশন থেকে দুমকা পর্যন্ত অংশটি জুলাই ২০১১ সালে চালু হয়।

ট্রেন

জাসিডি জংশন এবং দুমকার মধ্যে একটি এক্সপ্রেস এবং তিনটি যাত্রীবাহী ট্রেন জামা রেলওয়ে স্টেশনে থামে।

ট্র্যাক বিন্যাস

Jama railway station track layout
to Jasidih
1
to Dumka
Station with one tracks and one side platforms

তথ্যসূত্র

  1. "Dumka–Jasidih trains"The Telegraph। Kolkata। ১২ জুন ২০১১। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!