জাভিয়ের চাভালেরিন|
পূর্ণ নাম |
জাভিয়ের চাভালেরিন |
---|
জন্ম |
(1991-03-07) ৭ মার্চ ১৯৯১ (বয়স ৩৩) |
---|
জন্ম স্থান |
ভিলেউরবানি, ফ্রান্স |
---|
উচ্চতা |
১.৭৮ মি (৫ ফু ১০ ইঞ্চি) |
---|
মাঠে অবস্থান |
ডিফেন্সিভ মিডফিল্ডার |
---|
|
বর্তমান দল |
রেড স্টার এফ.সি. |
---|
জার্সি নম্বর |
২৩ |
---|
|
–২০১২ |
Lyon |
---|
|
বছর |
দল |
ম্যাচ |
(গোল) |
---|
২০১০–২০১২ |
Lyon B |
৫৩ |
(7) |
---|
২০১২–২০১৫ |
Tours |
৯৪ |
(3) |
---|
২০১৫– |
Red Star |
৩২ |
(0) |
---|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 18:09, 10 July 2016 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
জাভিয়ের চাভালেরিন (জন্ম ৭ মার্চ, ১৯৯১) ফ্রান্সের একজন পেশাদার ফুটবলার যিনি রেড স্টারের পক্ষে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন।[১]
ক্যারিয়ার
চাভালেরিন অলিম্পিক লিওনাইরস থেকে ২০১২ সালে টুর এফসি তে যোগদান করেন। লিগ ২ এ ৩০ জুলাই, ২০১২ সালে তিনি তার প্রথম ম্যাচ খেলেন। যখন বিপক্ষ দল ছিল এএস মোনাকো।[২]
২০১৫ এর জুলাই এ চাভালেরিন নতুন দল রেড স্টারে যোগদান করেন।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ