জাকিনথোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

জাকিনথোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৮৭; ৩৭ বছর আগে (1987)
সদর দপ্তরজাকিনথোস, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৮৭
সভাপতিগ্রিস লেওনিদাস মালিউফাস
ওয়েবসাইটepszakynthou.gr

জাকিনথোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Ζακύνθου, ইংরেজি: Zakynthos Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে জেডএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের জাকিনথোসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ১৯৮৭ সালে এলিস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন হতে আলাদা হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের জাকিনথোসে অবস্থিত।

এই সংস্থাটি জাকিনথোস প্রথম বিভাগ এবং জাকিনথোস দ্বিতীয় বিভাগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জাকিনথোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লেওনিদাস মালিউফাস

তথ্যসূত্র

  1. "Greece - List of Regional Champions"আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!