জম্মু জানবাজ (উর্দু : جموں جانباز) হল একটি পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল, যেটি কাশ্মীর প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।[১] দলটি কাশ্মীর প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের পরে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] ফ্র্যাঞ্চাইজিটি কিংডম ভ্যালির মালিকানাধীন।[৩][৪] ফ্র্যাঞ্চাইজিটি জম্মুর প্রতিনিধিত্ব করবে, যা জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী।
ইতিহাস
২০২২ মৌসুম
২০২১ কেপিএলের সমাপ্তির কয়েকদিন পরে কেপিএলের সভাপতি আরিফ মালিক ঘোষণা করেছিলেন যে, জম্মুর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জম্মু জানবাজ নামে একটি সপ্তম দল কেপিএলে যুক্ত করা হবে।[৫][৬]
তথ্যসূত্র
↑"Teams in the KPL"। kpl20.com। ২২ অক্টোবর ২০১৯। ১৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২।