জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন, ১৯৬২|
|
|
ভোটের হার | ৪০.৩% |
---|
|
|
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের নির্বাচন ১৯৬২ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হয়েছিল।[১][২] বকশি গোলাম মোহাম্মদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।[৩]
ফলাফল
কাশ্মীর উপত্যকার ৪৩টি নির্বাচনী এলাকার মধ্যে ৩২টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সামগ্রিকভাবে, ন্যাশনাল কনফারেন্স উপত্যকায় ৪৩টি আসনের মধ্যে ৪১টি জিতেছে।
জম্মু বিভাগে, ন্যাশনাল কনফারেন্স ৩০টি আসনের মধ্যে ২৭টি (যার মধ্যে দুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জিতেছে। বাকি তিনটি আসন চলে যায় প্রজা পরিষদের হাতে। [৫]
লাদাখ বিভাগে, দুটি আসনই ন্যাশনাল কনফারেন্স জিতেছে। লাদাখ আসনে জয়ী হয়েছেন হেড লামা কুশক বকুলা। [৫]
নির্বাচনের পর, নির্বাচনী অসদাচরণের উল্লেখ করে প্রজা পরিষদ জম্মু শহরে একটি গণ-বিক্ষোভ করে, যেখানে প্রজা সোশ্যালিস্ট পার্টি এবং আকালি দলও যোগ দেয়। বকশি গোলাম মোহাম্মদ তাদের অভিযোগগুলোকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন।
তথ্যসূত্র