জন টেলর (সাউন্ড মিক্সার)

জন টেলর
জন্ম
John Taylor

(1971-11-04) ৪ নভেম্বর ১৯৭১ (বয়স ৫৩)
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
শিক্ষাটোকোয়া ফলস কলেজে, টোকোয়া ফলস কলেজ
পেশারি-রেকর্ডিং মিক্সার
কর্মজীবন১৯৮৯-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
বার্ডম্যান

জন টেলর একজন আমেরিকান রি-রেকর্ডিং মিক্সার। তিনি সেরা সাউন্ড মিক্সিং বিভাগে চারটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১২০টি চলচ্চিত্রে তিনি শব্দ নিয়ে কাজ করেছেন। ১৯৯৬-১৯৯৭ সালের একটি টেলিভিশন শো ফ্লিপারে তার অসাধারণ সাউন্ড মিক্সিংয়ের জন্য দুটি এমি পুরস্কার পেয়েছিলেন।

নির্বাচিত চলচ্চিত্রের তালিকা

তথ্যসূত্র

  1. "88th Academy Awards"। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১৬ 
  2. "87th Academy Awards"। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৫, ২০১৫ 
  3. "Full List: Oscar nominations 2019"ABS CBN। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০১৯ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:BAFTA Award for Best Sound

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!