চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি

চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি
中国社会科学院
সংক্ষেপেCASS
গঠিত১৯৭৭
ধরনগবেষণা সংস্থা; চিন্তাকেন্দ্র (Think Tank)
অবস্থান
সভাপতি
ওয়াং ওয়েইকুয়াং
সম্পৃক্ত সংগঠনচীনের রাষ্ট্রীয় পরিষদ
স্টাফ
৩২০০
ওয়েবসাইটcasseng.cssn.cn
চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি
সরলীকৃত চীনা 中国社会科学院
ঐতিহ্যবাহী চীনা 中國社會科學院

চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি (সরলীকৃত চীনা 中国社会科学院, প্রথাগত চীনা 中國社會科學院, ফিনিন Zhōngguó Shèhuì Kēxuéyuàn, উচ্চারণ চুংকুও শহুই কশুয়েইউয়ান) গণপ্রজাতন্ত্রী চীনের দর্শন, সামাজিক বিজ্ঞান ও নীতিনির্ধারণ সংক্রান্ত প্রধানতম জাতীয় গবেষণা কেন্দ্র। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। ফরেন পলিসি ম্যাগাজিন ২০০৯ সালে এটিকে এশিয়া মহাদেশের শীর্ষ চিন্তাকেন্দ্র (think tank) বলে আখ্যা দেয়।[] ২০১৭ পর্যন্ত এটি গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের সাথে সংযুক্ত ছিল।

ইতিহাস

১৯৭৭ সালের মে মাসে যখন চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়, তখন তার লক্ষ্য ছিল চীনে দর্শন ও সামাজিক বিজ্ঞানসমূহের অধ্যয়নের উন্নতি করা। চীনা বিজ্ঞান অ্যাকাডেমির দর্শন ও সামাজিক বিজ্ঞান বিভাগের ১৪টি গবেষণা দলকে আলাদা করে নিয়ে এই অ্যাকাডেমিটি গঠন করা হয়। এর প্রথম সভাপতি ছিলেন হু ছিয়াওমু (Hu Qiaomu)। এর বর্তমান সভাপতি ওয়াং ওয়েইকুয়াং (Wang Weiguang)।

কাঠামো

চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি ভবন

চীনা সামাজিক বিজ্ঞান অ্যাকাডেমি ৫টি বিভাগে বিভক্ত:

এই অ্যাকাডেমির অধীনে ৩৫টি গবেষণা ইনস্টিটিউট, ৯০টি গবেষণা কেন্দ্র, ১টি স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান, এবং সমগ্র চীন জুড়ে ১০৫টি জাতীয় শিক্ষায়তনিক সম্প্রদায় রয়েছে। বর্তমানে এই অ্যাকাডেমিতে ৩২০০ জন আবাসিক গবেষক কাজ করছেন।[] অ্যাকাডেমির সদস্যপদ এবং সম্মানসূচক সদস্যপদ আজীবনের জন্য প্রদান করা হয় এবং এগুলি অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মানসূচক পদ। বর্তমানে ৪৭ জন সদস্য এবং ৯৫ জন সম্মানসূচক সদস্য।[কখন?]

প্রকাশনা প্রতিষ্ঠান

অ্যাকাডেমির নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান আছে যার নাম "চীনা সামাজিক বিজ্ঞান প্রকাশন" (সরলীকৃত 中国社会科学出版社 ফিনিন Zhōngguó Shèhuì Kēxué Chūbǎnshè চুংকুও শহুই কশুয়ে ছুপান্শ‌')। এটি ১৯৭৮ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত এটি ৮০০০-এর বেশি বই প্রকাশ করেছে। []

তথ্যসূত্র

  1. The Think Tank Index, Foreign Policy, ২০০৯-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা 
  2. [[:টেমপ্লেট:Asiantitle]], Chinese Academy of Social Sciences, ২০১২-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৪  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  3. 潘衍习 [Pan Yanxi] (২০০৮-১১-১৭), "中国社科出版社三十年硕果累累 [China Social Sciences Press' accumulated achievements of thirty years]", People's Daily, ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!