Charlie Hebdo সংখ্যা ১১৭৮, ১৪ জানুয়ারী ২০১৫ তারিখে প্রকাশিত হয়েছিল। ৭ জানুয়ারী ২০১৫ তারিখে চার্লি হেবদোতে গুলি চালানোর ঘটনার পর এটি ছিল প্রথম সংখ্যা। সেই হামলায় সন্ত্রাসী সাঈদ এবং শেরিফ কুয়াচি বারো জনকে হত্যা করেছিল। বেঁচে যাওয়া চার্লি হেবদো কার্টুনিস্ট, সাংবাদিক এবং প্রাক্তন অবদানকারীরা এই সংস্করণটি একত্রিত করেছিলেন এবং লিবেরেশন পত্রিকার অফিসের একটি কক্ষে এটি প্রস্তুত করা হয়েছিল। ৭.৯৫ মিলিয়ন কপির রেকর্ড ছাপিয়ে ফরাসি প্রেসের ইতিহাসে এই সংখ্যাটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে। এই প্রকাশনাটি ইয়েমেন, পাকিস্তান, মৌরিতানিয়া, আলজেরিয়া, মালি, সেনেগাল, নাইজার, চেচনিয়া এবং অন্যান্য দেশে মুসলিম বিক্ষোভকারীদের বিক্ষোভের সূত্রপাত করেছিল। নাইজারে হিংসাত্মক বিক্ষোভের ফলে ১০ জনের মৃত্যু হয়।[১]
এই সংখ্যার মধ্যে ছিল অনেক নতুন কার্টুন, নিহত চার শিল্পীর আগের আঁকা ছবি এবং দুই সাংবাদিকের লেখা।
তথ্যসূত্র
- ↑ "Charlie Hebdo: Niger protesters torched 45 churches – police"। BBC। ১৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫।