মানচিত্র
চর বাদাম বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
জনসংখ্যা
অবস্থান ও সীমানা
রামগতি উপজেলার সর্ব-উত্তরে চর বাদাম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে আলেকজান্ডার ইউনিয়ন; দক্ষিণে চর আলগী ইউনিয়ন; পূর্বে চর পোড়াগাছা ইউনিয়ন এবং উত্তরে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন, হাজিরহাট ইউনিয়ন ও পাটারীরহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
চর বাদাম ইউনিয়ন রামগতি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামগতি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৭নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
১.চর বাদাম রাস্তার হাট মাজহারুল উলুম আলিম মাদ্রাসা
২. চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩. রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
খাল ও নদী
হাট-বাজার
১. বান্দেরহাট বাজার
২. ডিম ব্যাপারীর দোকান
দর্শনীয় স্থান
এখানে কোন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান নেই।
উল্লেখযোগ্য ব্যক্তি
বাংলাদেশের প্রথম পতাকা উত্তেলনকারী- আ.স.ম আব্দুর রব
== জনপ্রতিনিধি
১.মোঃ আনোয়ার হোসেন(মেম্বার)
২.মো:বাবুল (মেম্বার)
৩.সাখাওয়াত হোসেন জসিম (চেয়ারম্যান)
৪.আ.স.ম আব্দুর রব (মন্ত্রী)
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ