চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
প্রতিষ্ঠানটির লোগো
ঠিকানা
মানচিত্র
পলিটেকনিক রোড , নাসিরাবাদ , চট্টগ্রাম ।

খুলশী

,
৪২০৯

তথ্য
ধরনসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
নীতিবাক্য জ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল২০০৭ , আজ থেকে ১৭ বছর পূর্বে ।
প্রতিষ্ঠাতাশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয় কোড৩৬২০
ইআইআইএন১৩৩৯৯৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মোহাম্মদ নঈমূল হক ।
অনুষদবিজ্ঞান অনুষদ , মানবিক অনুষদ , ব্যবসা শিক্ষা অনুষদ ।
শিক্ষকমণ্ডলীবহু অধ্যাপক , সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক বিদ্যমান । স্কুল শাখা এর শিক্ষকমন্ডলী অত্র প্রতিষ্ঠানে আলাদাভাবে রয়েছে।
লিঙ্গসহ-শিক্ষা
ভাষাবাংলা
ক্যাম্পাসUrban area with beautiful scenery .
শিক্ষায়তন৩.৫ একর
ডাকনামসিজিএমএসসি
শিক্ষা বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
যোগাযোগ০৩১-২৫৮১০০৬
ওয়েবসাইটcmsc.edu.bd
প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন

চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ হলো চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি ২০০৭ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ছয়টি বিভাগের এগারোটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এটি অন্যতম। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।[]

সংক্ষিপ্ত বিবরণ

জাতীয়করণের পূর্বে ২০১৭ সাল পর্যন্ত ব্যবহৃত চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের মনোগ্রাম

প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে। এখানকার শিক্ষকগণ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত হন এবং প্রত্যেককেই ভর্তি পরীক্ষার মাধ্যমে টিকতে হয়।[]

ইতিহাস

শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জেলায় এগারোটি মডেল কলেজ প্রতিষ্ঠিত করে। চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ তাদের মধ্যে অন্যতম। ২০০৭ সালে এই প্রতিষ্ঠানটি থেকে প্রথম এইচ এস সি ব্যাচ এবং ২০০৯ সালে প্রথম এস এস সি ব্যাচ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেয়।[]

পরিচালনা কমিটি

পরিবেশ

প্রতিষ্ঠানটির মূল ভবন চারতলা বিশিষ্ট। প্রতিষ্ঠানটিতে কম্পিউটার ল্যাব, জীববিজ্ঞান গবেষণাগার, রসায়ন গবেষণাগার ও পদার্থ গবেষণাগার রয়েছে। মূল ভবনে রয়েছে শিক্ষক সেমিনার হল, অভিভাবক বিশ্রামাগার, অধ্যক্ষ কক্ষ, জিমনেশিয়াম এবং ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণীকক্ষ।[]

ভর্তি

এই প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। একাদশ শ্রেণিতে ভর্তি, এস এস সি ফলাফলের ওপর ভিত্তি করে করা হয়। প্রতিবার বিজ্ঞান বিভাগে ৩৫০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫০ এবং মানবিক বিভাগে ২০০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. আজাদী, দৈনিক (৮ সেপ্টেম্বর ২০২০)। "মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারি করার সব ধাপ সম্পন্ন"। 
  2. Prospectus of Chittagong Model School & College 2009
  3. http://cmsc.edu.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জানুয়ারি ২০১২ তারিখে CMSC about
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬ 
  6. http://www.cmsc.edu.bd/student.php ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০১৩ তারিখে CMSC about


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!