ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (উনষাটতম গানদেন ত্রিপা)

ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (তিব্বতি: ངག་དབང་ཆོས་གྲགསওয়াইলি: ngag dbang chos grags) (১৭১০-১৭৭২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনষাটতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স ১৭১০ খ্রিষ্টাব্দে তিব্বতের স্তোদ-লুং (ওয়াইলি: stod lung) অঞ্চলে রিন-ছেন-শোংস (ওয়াইলি: rin chen shongs) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্শে-রিং-ব্সাম-গ্রুব (ওয়াইলি: tshe ring bsam grub) এবং মাতার নাম ছিল 'দ্জোম্স-স্ক্যিদ (ওয়াইলি: 'dzoms skyid)। কম বয়সে তিনি ছু-ব্জাং (ওয়াইলি: chu bzang) বৌদ্ধবিহারে শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ও গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো (ওয়াইলি: ngag dbang nam mkha' bzang po) নামক পঞ্চান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা এবং ব্সাম-গ্তান-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: bsam gtan phun tshogs) নামক সাতান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা তা উল্লেখযোগ্য শিষ্য ছিলেন। এরপর তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৭৭১ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উনষাটতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি দুই বছরের কম সময় থাকেন।[]

তথ্যসূত্র

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Fifty-Ninth Ganden Tripa, Ngawang Chodrak"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স
উনষাটতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ব্স্তান-পা

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!