গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: grags pa rgyal mtshan) (১৭৬২-১৮৩৬) তিব্বতের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান ১৭৬২ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের র্গ্যা-স্গার-থাং (ওয়াইলি: rgya sgar thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল য়ুম-স্ক্যাব্স (ওয়াইলি: yum skyabs) এবং মাতার নাম ছিল ল্হা-মো-ম্ত্শো (ওয়াইলি: lha mo mtsho)। ১৭৭৩ খ্রিষ্টাব্দে তিনি তিব্বতের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস (ওয়াইলি: ngag dbang 'phrin las) এবং ব্লো-ব্জাং-দ্পাল-ল্দান (ওয়াইলি: blo bzang dpal ldan) নামক দুই পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। ষোল বছর বয়স হলে ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: bsod nams grags pa) নামক এক ভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এই বছর দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো (ওয়াইলি: dkon mchog 'jigs med dbang po) নামক দ্বিতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে সাংস-র্গ্যাস-র্দো-র্জে (ওয়াইলি: sangs rgyas rdo rje) নামক এক ভিক্ষুর পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন এবং ১৭৮২ খ্রিষ্টাব্দে তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। তিনি ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স (ওয়াইলি: blo bzang snyan grags), ব্সোদ-নাম্স-দ্বাং-র্গ্যাল (ওয়াইলি: bsod nams dbang rgyal), রিগ্স-গ্র্বা-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ (ওয়াইলি: rigs grwa blo bzang 'jigs med) নামক ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের যথাক্রমে ত্রয়োদশ, পঞ্চদশ এবং একুশতম প্রধানের নিকট কাব্যশাস্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৭৮৩ খ্রিষ্টাব্দে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: dkon mchog bstan pa'i sgron me) নামক তৃতীয় গুং-থাং লামার নিকট শিক্ষালাভ করেন। ১৭৮৬ খ্রিষ্টাব্দে তিব্বত সরকারের অনুরোধে তিনি ছোস-'খোর-র্গ্যাল (ওয়াইলি: chos 'khor rgyal) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব এবং ছোস-'খোর-র্গ্যাল-ম্খান-পো (ওয়াইলি: chos 'khor rgyal mkhan po) উপাধি লাভ করেন। ১৮০১ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন এবং এই পদে তিনি তিন বছর থাকেন। 'জাম-দ্ব্যাংস-থুব-ব্স্তান-ন্যি-মা (ওয়াইলি: 'jam dbyangs thub bstan nyi ma) নামক তৃতীয় স্দে-খ্রি রিন-পো-ছে এবং ঙ্গাগ-দ্বাং-ছোস-'ফেল (ওয়াইলি: ngag dbang chos 'phel) নামক সত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[১]
তথ্যসূত্র
- ↑ Dorje, Sonam (অক্টোবর ২০১২)। "Drakpa Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১৮।
আরো পড়ুন
- Nietupski, Paul. 2011. Labrang Monastery: A Tibetan Buddhist Community on the Inner Asian Borderlands, 1709-1958. Plymouth: Lexington Books, pp. 135.